সংবাদদাতা, তারকেশ্বর: যাতায়াতের পথ বন্ধ করে লোহার ব্যারিকেড দিয়েছে রেল। তার প্রতিবাদে সোমবার তারকেশ্বরের সাহাপুর ঘোষপাড়ায় বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। গোলমালের সূত্রপাত অবশ্য তারকেশ্বর- বিষ্ণুপুর রেল প্রকল্পের সূচনার সময় থেকেই। সাহাপুর-ঘোষপাড়া এলাকার একটি গুরুত্বপূর্ণ রাস্তার উপর দিয়ে গিয়েছে এই লাইন। রেল প্রকল্পের কাজের সময়েই স্থানীয় মানুষরা দাবি করে, এখানে একটি রেলওয়ে আন্ডারপাস বা যাতায়াতের কোনও বিকল্প ব্যবস্থা করে দিতে হবে। তা না হলে তারকেশ্বর পুরসভার ৮, ৯, ১০ ও ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের যাতায়াতের সমস্যা হবে। এলাকায় দু’টি কলেজ, সরকারি ও বেসরকারি উচ্চ বিদ্যালয়, বিডিও অফিস সহ নানা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রয়েছে। ফলে মানুষের আসা-যাওয়া লেগেই থাকে। তখন রেল একটি বিকল্প রাস্তা তৈরিও করে দেয়। দীর্ঘ ১৫ বছর সেই রাস্তা মেরামত হয়নি। তৈরি হয়নি আন্ডারপাসও। সোমবার দেখা যায়, লোহার ব্যারিকেড দিয়ে রেললাইনের ধার বরাবর ঘিরে দেওয়া হচ্ছে। তা দেখেই বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। কাজ বন্ধ করে দিতে বাধ্য হয় ঠিকাদার। স্থানীয়দের দাবি, রেল কর্তৃপক্ষকে বারবার জানিয়েও সমস্যার সমাধান হয়নি। প্রত্যেকদিন জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়। বাসিন্দাদের দাবির সঙ্গে সহমত জানিয়ে বিক্ষোভে শামিল হয়েছিলেন তারকেশ্বর পুরসভার ৯ ও ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার প্রদীপ সাহা ও অতসী দে। তাঁরা জানান, পুরসভার পক্ষ থেকেও রেলকে এ বিষয়ে জানানো হবে।