পানশালায় দুই গোষ্ঠীর ধুন্ধুমার বোতল দিয়ে মাথা ফাটানোর অভিযোগ, গুরুতর জখম তিন, ধৃত মূল অভিযুক্ত
বর্তমান | ২৯ অক্টোবর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, হাওড়া: হাওড়া স্টেশন থেকে কিছুটা দূরে উত্তর হাওড়ার একটি পানশালায় দুই গোষ্ঠীর হাতাহাতিতে তিনজন গুরুতর জখম হয়েছেন। এক যুবকের মাথায় মদের বোতল দিয়ে মারলে রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়েন ওই যুবক। রবিবার রাতের এই ঘটনায় গোলাবাড়ি থানার পুলিস এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
হাওড়া রেল স্টেশন থেকে কিছুটা দূরেই রয়েছে ওই পানশালা। রবিবার রাতে অনেকেই সেখানে বসে মদ্যপান করছিলেন। পুলিস সূত্রে জানা গিয়েছে, টিঙ্কু সোনকর নামের এক ব্যক্তি রাত ৯টা নাগাদ তার দলবল নিয়ে সেখানে ঢোকে। প্রায় একই সময়ে বিকাশ পান্ডে নামের এক যুবক তার সাঙ্গপাঙ্গদের নিয়ে ওই পানশালায় আসে। তারা উভয়েই মূলত হোটেল ও প্রোমোটিং ব্যবসার সঙ্গে যুক্ত। তাদের মধ্যে ঝামেলা দীর্ঘদিনের। পানশালার কর্মীদের কথায়, ‘পাশাপাশি দু’টি টেবিলে বসেছিল দু’দলের লোকজন। দিব্যি মদ্যপান করছিলেন তাঁরা। এরমধ্যেই ছোটখাট বিষয় নিয়ে তাঁদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। কিছুক্ষণ বাদে তা হাতাহাতি পর্যন্ত গড়ায়। নেশার ঘোরে টিঙ্কু সোনকর বিকাশের দুই সহযোগীকে মারধর শুরু করে। এমনকী মদের বোতল ছুড়ে মারলে বিকাশের গোষ্ঠীর এক যুবকের মাথা ফেটে যায়।’
পানশালার ম্যানেজার প্রভাকর বর বলেন, ‘ঘটনার সঙ্গে সঙ্গেই আমরা গোলাবাড়ি থানায় খবর দিই। পুলিস এসে পরিস্থিতি সামাল দেয়। গোটা ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ পুলিসের হাতে তুলে দেওয়া হয়েছে।’ গুরুতর জখম অবস্থায় তিন যুবককে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মূল অভিযুক্ত টিঙ্কুকে গ্রেপ্তার করেছে গোলাবাড়ি থানার পুলিস। সোমবার তাকে হাওড়া আদালতে তোলা হলে বিচারক পাঁচদিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন।