সৈকতের ক্ষয় আটকাতে ‘জিও চট’ বসিয়ে রাস্তা তৈরি হবে গঙ্গাসাগরে
বর্তমান | ২৯ অক্টোবর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: আগেই ক্ষতিগ্রস্ত হয়েছিল গঙ্গাসাগরের সমুদ্র সৈকত। ‘ডানা’র ঝাপটায় আরও ভেঙেচুরে গিয়েছে গঙ্গাসাগরের বিচ সংলগ্ন রাস্তাগুলি। তাই এবার সেখানে মাটি ফেলে ভরাট করে নতুন করে কংক্রিটের রাস্তা তৈরি করা হবে। সোমবার সাগর পরিদর্শন করে সেচদপ্তরকে সেই নির্দেশ দিয়েছেন দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক সুমিত গুপ্তা। সেই সঙ্গে এবার ঢেউয়ের ধাক্কায় রাস্তার মাটির ক্ষয় রুখতে জিও চট লাগানো হবে বলে ঠিক হয়েছে। তারপর রাস্তা নির্মাণ হবে। এদিন জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকরা পরিদর্শন করেন মেলা প্রাঙ্গণ। কীভাবে কাজ হবে, তা নিয়ে বিস্তারিত আলোচন করেন সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিম হাজরা। তবে এবারের সাগর মেলায়ও দুই এবং তিন নম্বর বিচ পুণ্যার্থীরা ব্যবহার করতে পারবেন না বলেই মনে করা হচ্ছে। কারণ, এই অংশ সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। মেলার আগে তা কতটা পুনরুদ্ধার করা যাবে, সেটাই বড় প্রশ্ন। তাই আসন্ন সাগর মেলায় এক এবং ছয় নম্বর বিচ ব্যবহারে জোর দেবে দেবে প্রশাসন। সেই মতোই তৈরি হচ্ছে রূপরেখা।
কচুবেড়িয়া ঘাটে আরও একটি বাসস্ট্যান্ড করা নিয়েও এদিন আলোচন হয়েছে। পুণ্যার্থীদের সমস্যা কমাতেই এই উদ্যোগ বলে জানান এক আধিকারিক। এদিনের প্রস্তুতি বৈঠক নিয়ে জেলাশাসক বলেন, ‘সেচদপ্তরকে কাজ শুরু করে দিতে বলা হয়েছে। মেলা শুরুর আগে বিচের যা কাজ বাকি আছে, তা হয়ে যাবে। আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে ড্রেজিং শুরু করার কথা রয়েছে।’