• চারধাম ও রামেশ্বরম মন্দিরের আদলে মণ্ডপে সাজছে চাকদহ
    বর্তমান | ২৯ অক্টোবর ২০২৪
  • সংবাদদাতা, কল্যাণী: ঐতিহ্যবাহী শহর চাকদহে দুর্গাপুজো আর লক্ষ্মীপুজো ধুমধামের সঙ্গে পালিত হয়েছে। এবার পালা কালীপুজো বা দীপাবলির। আলোর উৎসব দীপাবলির জন্য চাকদহ শহরের ভালোই নামডাক রয়েছে। অন্যান্য বছরের মত এবারও একাধিক থিমের পুজো হচ্ছে চাকদহ শহর ও ব্লক এলাকায়। কোথাও চারধাম, তো কোথাও তৈরি হচ্ছে তামিলনাড়ুর রামেশ্বরম মন্দির। কোথাও আবার রয়েছে চোখ ধাঁধানো আলোকসজ্জা, বিশাল মেলা। বাইরে থেকেও অনেক মানুষ ঠাকুর দেখতে চাকদহে আসেন। সব মিলিয়ে দীপাবলি উপলক্ষে আনন্দে মেতে উঠতে প্রস্তুত চাকদহ ও তার আশেপাশের বাসিন্দারা।


    চলতি বছরে চাকদহের সিলিন্দা এলাকার বিবেকানন্দ পল্লি ও পাঠাগারের পরিচালনায় তৈরি হচ্ছে চারধামের আদলে মণ্ডপ। সেখানকার পুজো চলতি বছরে ৪১তম বর্ষে পদার্পণ করতে চলেছে। তৈরি হচ্ছে পাহাড়ের বিভিন্ন ধাপে কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী ও যমুনোত্রীর আদলে চারধাম মণ্ডপ। প্রতিটি মন্দিরে আলাদা আলাদা মূর্তি থাকবে। এছাড়াও থাকবে বিশাল আকারের শিবের মূর্তি। মণ্ডপ তৈরিতে 


    ব্যবহার করা হয়েছে বাঁশ, ছাড়াও প্লাইউড, চট, কাপড় প্রভৃতি। মণ্ডপের বাইরে থাকবে দিল্লির বিশেষ আলোকসজ্জা। পুজো উপলক্ষে পাঁচদিন ধরে চলবে মেলা। বৃষ্টির কারণে মণ্ডপ তৈরিতে সমস্যা হলেও সময়ের মধ্যে কাজ শেষ করতে শিল্পীরা জোরকদমে কাজ করে চলেছেন। পুজো কমিটির এক উদ্যোক্তা কমল সেন বলেন, আশা রাখছি এই বছর আমাদের মণ্ডপ দর্শকদের মন জয় করবে।


    অন্যদিকে, চাকদহ শহরের ১৪ নম্বর ওয়ার্ডের পাবনা কলোনি এলাকায় তৈরি হচ্ছে তামিলনাড়ুর রামেশ্বরম মন্দিরের আদলে মণ্ডপ। এমবিটিএস ক্লাবের পরিচালনায় এই পুজো চলতি বছরে ৭৭তম বর্ষে পদার্পণ করতে চলেছে। মণ্ডপের সঙ্গে থাকছে চোখধাঁধানো আলোকসজ্জা। মণ্ডপ সংলগ্ন মাঠ জুড়ে থাকবে 


    মেলা। এছাড়াও রোজ থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
  • Link to this news (বর্তমান)