বাদুড়িয়া, স্বরূপনগরে এখনও গৃহবন্দি হাজার হাজার মানুষ, কোমরসমান জল পেরিয়ে যাতায়াত
বর্তমান | ২৯ অক্টোবর ২০২৪
সংবাদদাতা, বসিরহাট: নিম্নচাপের বৃষ্টির পর বাদুড়িয়া ও স্বরূপনগরের একাধিক জায়গায় এখনও জল জমে রয়েছে। গৃহবন্দি গ্রামের হাজার হাজার মানুষ। সোমবার বাদুড়িয়ার একাধিক জায়গায় গিয়ে দেখা গেল, নিত্যপ্রয়োজনীয় জিনিস ও জল আনতেও কোমর সমান জল ভেঙে যেতে হচ্ছে। সরকারি সাহায্য যেটুকু পাওয়া যাচ্ছে, তা নিয়ে উঠেছে একগুচ্ছ অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ইছামতী ও যমুনা নদী এবং একাধিক খাল সংস্কার না করায় এই বিপত্তি। একাধিকবার কেন্দ্র ও রাজ্যের কাছে চিঠি দিয়েও এইসব নদীর সংস্কার করা হয়নি। প্রতিবছর বর্ষার সময় নদীর দুকূল ছাপিয়ে এলাকায় জল ঢোকে। প্রচুর ক্ষয়ক্ষতি হয় এলাকার বাসিন্দাদের। জমির ধান, সব্জি থেকে গবাদি প্রাণীদের খাবার নষ্ট হয়ে যায়।
সব থেকে বেশি সমস্যা শাড়াপুল নির্মাণ গ্রাম পঞ্চায়েতের চারঘাট, সগুনা সহ একাধিক গ্রামের। সেগুলি এখনও জলমগ্ন। চারঘাটের এক বাসিন্দা রত্না মণ্ডল বলেন, বাড়ির আশপাশে এতটাই জল জমে যে আমরা নিত্য প্রয়োজনীয় জিনিস আনতে বাড়ির বাইরে যেতে পারছি না। সরকারি কোনও সাহায্যও পাচ্ছি না। খাবার জল আনতে গেলেও জলে নেমে যেতে হচ্ছে। আর বাড়ি ছেড়ে গেলে যদি সব চুরি হয়ে যায়, সেই ভয়েও শিবিরে গিয়েও থাকতে পারছি না। আমরা চাই, দ্রুত এই জলযন্ত্রণা থেকে আমাদের মুক্তি দিক সরকার।
চারঘাট গ্রাম পঞ্চায়েতের প্রধান টুম্পা সর্দার বলেন, আমাদের যতটা সাধ্য তা নিয়ে এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছি। সরকারি কয়েকটা শিবির খোলা হয়েছে। সেখান থেকে আমরা ত্রাণের ব্যবস্থাও করেছি। তবে যে সমস্ত এলাকার মানুষজন এই শিবিরে আসতে পারেননি, তাঁদের জন্য এখনও ত্রাণের ব্যবস্থা করতে পারিনি। তবে তাঁদের কাছে দ্রুত সরকারি সাহায্য পৌঁছবে। -নিজস্ব চিত্র