নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান কংগ্রেস নেতা হাফিজ আলম সাইরানি প্রয়াত হলেন। সোমবার দুপুরে এসএসকেএম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি গত কয়েক দিন ওই হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪। হাফিজ সাহেবের স্ত্রী, পুত্র ও কন্যা বর্তমান। মঙ্গলবার সকালে হাসপাতাল থেকে তাঁর মরদেহ প্রথমে প্রদেশ কংগ্রেস অফিস তথা বিধান ভবনে যাবে। তারপর মরদেহ নিয়ে যাওয়া হবে বিধানসভা ভবনে। সেখান থেকে সড়ক পথে তা নিয়ে যাওয়া হবে উত্তর দিনাজপুরের চাকুলিয়ার গ্রামের বাড়িতে। সেখানেই তাঁর শেষকৃত্য হওয়ার কথা। দাদা রমজান আলি কলকাতার এমএলএ হস্টেলে খুন হওয়ার পর বামফ্রন্ট জমানায় তিনি গোয়ালপোখর কেন্দ্রের বিধায়ক হন। ১৯৯৪ থেকে ২০০৬ সাল পর্যন্ত টানা বিধায়ক ছিলেন। তার মধ্যে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত রাজ্যের ত্রাণ ও সমবায় দপ্তরের মন্ত্রীর দায়িত্ব সামলেছেন। বছর তিনেক আগে দলের বর্তমান নেতৃত্বের সঙ্গে তীব্র মতানৈক্যের কারণে তিনি ফরওয়ার্ড ব্লক ছেড়ে কংগ্রেসে যোগ দেন। মৃত্যুকালে তিনি প্রদেশ কংগ্রেসের অন্যতম সহ-সভাপতি পদে আসীন ছিলেন। তাঁর মৃত্যুতে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শোকপ্রকাশ করেছেন।