• ‘এরকম লোকেরা দিল্লি চলে যাচ্ছে এটা দুর্ভাগ্যজনক’
    হিন্দুস্তান টাইমস | ২৯ অক্টোবর ২০২৪
  • কালী পুজোর উদ্বোধনে গিয়ে সায়নী ঘোষের সাংসদ নির্বাচিত হওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার শিয়ালদার কাছে সূর্য সেন স্ট্রিটে নিউ রবিন সংঘের পুজো উদ্বোধন করতে গিয়ে তিনি বলেন, হিন্দুদের আস্থায় আঘাত দিয়ে দিল্লি চলে যাচ্ছে। এটা দুর্ভাগ্যজনক।

    শুভেন্দুবাবু বলেন, ‘এই ধরণের লোকেরা দিল্লি চলে যাচ্ছে এটা খুব দুর্ভাগ্যজনক। এরা আমাদের হিন্দুদের আস্থাতে আঘাত করছে। উনি ওনার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে মহাদেবের শিবলিঙ্গকে কেন্দ্র করে যে নিম্নরুচির বিকৃত ছবি পোস্ট করেছেন তার ফলে এই ধরণের লোকেদের প্রশ্নের উত্তর দেওয়া মানে তাদের গুরুত্ব দেওয়ার সামিল। উপেক্ষা করাই সব থেকে ভালো।’

    শুধু তাই নয় কালীপুজোর মণ্ডপে ভগবানগোলার তৃণমূল বিধায়ক হুমায়ুঁ কবিরের নাম উল্লেখ করায় এক সাংবাদিককে কটাক্ষ করে তিনি বলেন, ‘অপবিত্র করে দিলেন কালী মায়ের মন্দির। আমি হিন্দু। কমপ্লিট হিন্দু।’

    মঙ্গলবার সন্ধ্যায় ফের একবার চিকিৎসকদের আন্দোলনকে দিশাহীন বলে দাবি করেন শুভেন্দুবাবু। তিনি বলেন, ‘যে দিন ওরা মমতা ব্যানার্জির সঙ্গে বসেছেন সেদিনই গেছে। এই ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ই দায়ী। কারণ তিনি সাড়ে ১৩ বছর পুলিশ এবং স্থাস্থ্যমন্ত্রী। তিনি কখনও বলছেন, ধর্ষণ ছোট্ট ঘটনা। কখনও বলছেন, প্রেম ছিল। কখনও বলছেন, অন্তঃসত্ত্বা ছিল। কখনও বলছেন, শরীর থাকলে যেমন রোগ হয়, তেমন এগুলো একটু আধটু হয়। আমি বিধানসভায় ওনার মুখোশ খুলে দিয়েছি। উনি কী চোখে এই ঘটনাগুলো দেখেন এবং ঘটান। মমতা ব্যানার্জির সঙ্গে আপনি বসবেন কেন?’
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)