• ভুলভুলাইয়া ৩-এর প্রচারে এসে আরজি কর কাণ্ড নিয়ে সরব বিদ্যা বালান
    দৈনিক স্টেটসম্যান | ২৯ অক্টোবর ২০২৪
  • কালীপুজোয় আসতে চলেছে ভুলভুলাইয়া ৩। আর তারই প্রচারে গতকাল কলকাতায় উপস্থিত হন ভুলভুলাইয়া ৩-এর তারকা কার্তিক আরিয়ান এবং বিদ্যা বালান। দীপাবলীর সাজে সেজে ছিলেন অভিনেত্রী। প্রচার শেষে সাংবাদিকদের মুখোমুখি হন কার্তিক আরিয়ান এবং বিদ্যা বালান। সেখানেই বিদ্যা আরজি কর প্রসঙ্গে মুখ খোলেন। তিনি জানান, এই ঘটনা কলকাতার মতো শহরে হয়েছে বলে তিনি বিশ্বাসই করতে পারছেন না।

    বাংলার সঙ্গে বিদ্যার ঘনিষ্ঠতা বহু পুরনো। তাঁর ব্লকবাস্টার মুভি ‘কাহানি’ শুট হয়েছিল কলকাতায়। আর তখনই কলকাতাকে অনেকটা কাছ থেকে দেখেছিলেন তিনি। বাংলায় কথা বলতেও সাবলীল বিদ্যা। মাঝেমধ্যেই বাংলাতে কথা বলেন তিনি। পাশাপাশি বহু বাংলা বিজ্ঞাপনেও তাঁকে দেখা যায়। মুভির প্রচারে বহুবার কলকাতা শহরে পা দিয়েছেন তিনি। তবে এবার এক অদ্ভুত পরিস্থিতির মধ্যে নিজের সিনেমার প্রচার করতে এলেন বিদ্যা বালান।

    কাজের মধ্যে থেকেও তিনি যে আরজি কর ঘটনা যে তাঁর চোখ এড়িয়ে যায়নি, তা কালকের সাংবাদিকদের সঙ্গে তার বৈঠকেই স্পষ্ট। ঘটনা সম্পর্কে বিদ্যা জানান, আরজি করের ঘটনার বীভৎসতা তাঁকে নাড়িয়ে দিয়েছিল।

    তিনি বলেন, ‘আমার সবসময় মনে হয় কলকাতা-সহ গোটা পশ্চিমবঙ্গ এমন একটা জায়গা যেখানে মহিলাদের খুবই সম্মান দেওয়া হয়। শুধু মুখের কথা নয়, সত্যিই এখানে মহিলাদের শ্রদ্ধা করা হয়। যখন এখানে এমন ঘটনা ঘটেছে বলে শুনি, আমি অবাক হই। আমি স্তব্ধ হয়ে যাই।’

    উল্লেখ্য, গত ৯ আগস্ট আরজি করে ঘটে যায় মর্মান্তিক ঘটনা। কর্মরত অবস্থায় এক ট্রেনি চিকিৎসককে ওঠে ধর্ষণ করে খুনের অভিযোগ। তারপর থেকে উত্তাল গোটা বিশ্ব। নির্যাতিতার বিচারের দাবিতে দিকে দিকে চলে বিক্ষোভ কর্মসূচি। এখনও কলকাতার বিভিন্ন প্রান্তে চলছে আন্দোলন। ঘটনা প্রসঙ্গে বিদ্যা আরও বলেন ‘ আমি যখন এই ঘটনার কথা শুনি, বিশ্বাসই করতে পারিনি এমন হয়েছে। এটা তো মায়ের শহর। এখানে কীভাবে এমন ঘটনা হল, আমি সত্যিই বুঝতে পারছি না।’
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)