• সিতাই উপনির্বাচনের তৃণমূল প্রার্থীর জাতিগত শংসাপত্র জাল ব‍লে অভিযোগ বিরোধীদের
    দৈনিক স্টেটসম্যান | ২৯ অক্টোবর ২০২৪
  • সিতাই বিধানসভার উপনির্বাচনে তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায়ের তপশিলি জাতি সার্টিফিকেট নিয়ে উঠল প্রশ্ন। বিরোধীরা দাবি করেছেন, হলফনামায় স্বামীর নামের জায়গায় বাবার নাম দিয়ে মনোনয়ন দাখিল করেছেন তৃণমূলের এই প্রার্থী। এর পাশাপাশি তার তপশিলি জাতির সার্টিফিকেট জাল ব‍লে অভিযোগ জানিয়েছে বিরোধীরা। তৃণমূল কংগ্রেস প্রার্থীর মনোনয়পত্র নিয়ে রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ জমা দিয়েছেন কংগ্রেস প্রার্থী ও তাঁর এজেন্ট।

    সঙ্গীতা রায় বর্তমানে সিতাই পঞ্চায়েত সমিতির সভাপতি। পঞ্চায়েত নির্বাচনে হলফনামা দেওয়ার সময় তিনি তাঁর স্বামী হিসেবে জগদীশ বর্মা বসুনিয়ার নাম দিয়েছিলেন। কিন্তু সিতাই বিধানসভার উপনির্বাচনে তিনি স্বামীর জায়গায় বাবার নাম দিয়েছেন। স্বামীর জায়গায় কেন বাবার নাম লেখা হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই নিয়ে সঙ্গীতার বিরুদ্ধে অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বিরোধীরা।

    সোমবার স্ক্রুটিনি চলাকালীন রিটার্নিং অফিসারের কাছে তৃণমূল প্রার্থীর তপশিলি জাতির সার্টিফিকেট দেখানোর দাবি করে কংগ্রেস। অবজারভারের কাছেও অভিযোগ জানানো হয়। কিন্তু সেই সার্টিফিকেট দেখাতে রাজি হননি আধিকারিকরা। এই বিষয়ে বিজেপিও অভিযোগ তুলে সরব হয়েছে। আদালতে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছে তারা।

    জানা গিয়েছে, সোমবার দুপুরে মনোনয়পত্র স্ক্রুটিনির কাজ চলার সময় কংগ্রেস প্রার্থী হরিহর রায় সিংহ ও তাঁর এজেন্ট মহকুমাশাসক দপ্তরে এসে অভিযোগ জমা দেন। একাধিক অভিযোগ তুলে সরব হন তাঁরা। সেই অভিযোগগুলির মধ্যে সঙ্গীতা রায়ের এসসি সার্টিফিকেট নিয়ে প্রশ্ন তোলা হয়। সেই সার্টিফিকেট দেখতে চান কংগ্রেস প্রার্থী। অভিযোগ উঠেছে, অবজারভারের উপস্থিতিতে সার্টিফিকেট দেখানোর কথা হলেও তিনি চলে যাওয়ার পর তা দেখাতে অস্বীকার করা হয়।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)