৮ দফা দাবি জানিয়ে মুখ্যসচিব মনোজ পন্থকে ইমেল পাঠাল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন। সম্প্রতি এই সংগঠন গঠিত হয়েছে। এই সংগঠন তৈরির পর থেকেই জুনিয়র ডাক্তারদের পুরনো সংগঠন অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টকে নিশানা করছে। ডাক্তারদের এই দুই সংগঠনকে মুখোমুখি সংঘাতে দেখা গিয়েছে। ফ্রন্টের ১০ দফা দাবির মধ্যে অধিকাংশকেই মান্যতা দিয়েছে রাজ্য সরকার। এবার অ্যাসোসিয়েশন নিজেদের ৮ দফা দাবি মুখ্যসচিবকে জানাল।