কুন্তলের মামলা কোন পর্যায়ে? ইডির কাছে হলফনামা তলব হাইকোর্টের
দৈনিক স্টেটসম্যান | ২৯ অক্টোবর ২০২৪
সোমবার কলকাতা হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চে ওঠে নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষের জামিন বিষয়ক মামলা। এদিন অবকাশকালীন বেঞ্চের নির্দেশ, ‘ আগামী ৪ নভেম্বরের মধ্যে হলফনামা জমা দিতে হবে ইডিকে। ৬ নভেম্বর জবাবি হলফনামা দেবে কুন্তল ঘোষ। ৮ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি ‘। উল্লেখ্য, এর আগে সুপ্রিম কোর্টে কুন্তল জামিনের আবেদন করেছিলেন। তবে গত ১৭ অক্টোবর সুপ্রিম কোর্ট ওই মামলা কলকাতা হাইকোর্টে ফিরিয়ে দেয়। সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি সিটি রবি কুমার এবং বিচারপতি উজ্জ্বল ভূয়ানের বেঞ্চ জানায়, ‘চার সপ্তাহের মধ্যে হাইকোর্টকে কুন্তলের আবেদনের নিষ্পত্তির অনুরোধ করা হচ্ছে’। উচ্চ আদালতের কাছে ওই মামলাটি নিয়মিত শুনানি করে সিদ্ধান্ত নেওয়ারও বার্তা দেয় তিন বিচারপতির বেঞ্চ। ওই নির্দেশের পরেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন কুন্তল।
তদন্ত কোন পর্যায়ে রয়েছে? কুন্তলের বিরুদ্ধে কী কী প্রমাণ পাওয়া গেছে? তাঁকে জামিন দিতে বাধা কোথায়? এই সব কিছুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির কাছে জানতে চায় কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের পুজো অবকাশকালীন বিশেষ বেঞ্চ সব প্রশ্নের উত্তর চেয়ে হলফনামা তলব করেছে। আগামী ৪ নভেম্বর সেই হলফনামা জমা করার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। আগামী ৮ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।
গত ২০২৩ সালের ২০ জানুয়ারি কুন্তলকে গ্রেপ্তার করেছিল কেন্দ্রীয় আর্থিক তদন্তকারী সংস্থা ইডি। সেই থেকে জেলে রয়েছেন তিনি। ইতিমধ্যে নিয়োগ মামলায় মানিক ভট্টাচার্য-সহ আরও অনেকে জামিন পেলেও বারে বারে কুন্তলের জামিন নাকচ হয়ে গিয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রের দাবি, ‘ নিয়োগ দুর্নীতি মামলায় টাকা আদায়ের অন্যতম মাথা ছিল কুন্তল। নিয়োগ মামলায় কুন্তলের হাতে পাঁচ কোটি টাকা তুলে দিয়েছিল তাপস মণ্ডল। এছাড়াও কুন্তল নিজে চাকরি দেওয়ার নাম করে বাজার থেকে তিন কোটি টাকা তুলেছিল। ওই টাকা কুন্তল কার কাছে পৌঁছে দিয়েছিল, কতজন চাকরি প্রার্থী কুন্তলকে টাকা দিয়েছিলেন, পরে আদালতের নির্দেশে যে ৭১ জন চাকরি পেয়েছিল, কুন্তল তাঁদের কাছ থেকেও টাকা তুলেছিল বলে আদালতে জানিয়েছিল ইডি।
এর আগেও কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন জানিয়েছিলেন কুন্তল। সেখানে খারিজ হওয়ায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন কুন্তল। যেহেতু নিয়োগ দুর্নীতির মামলা চলছে কলকাতা হাইকোর্টে, তাই তখন এ ব্যাপারে হস্তক্ষেপ করতে চায়নি সুপ্রিম কোর্ট। আগামী ৮ নভেম্বর কলকাতা হাইকোর্টে কুন্তল ঘোষের জামিন বিষয়ক মামলার পরবর্তী শুনানি রয়েছে বলে জানা গেছে।