একই সঙ্গে এ দিন শুনানি হয় সন্দীপ ঘোষের ফিক্সড ডিপোজিট ভাঙাতে পারার অনুমতি মামলার। আইনি লড়াই ও আইনজীবীদের টাকা মেটানোর জন্য নিজের সঞ্চয় ব্যবহার করতে পারার আবেদন করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ। বিচারপতি শুভেন্দু সামন্ত এই মামলায় সিবিআইকে সংযুক্ত করার নির্দেশ দেন সন্দীপের আইনজীবীকে। বিচারপতির নির্দেশ, সিবিআইকে এই বিষয় আগামী ৩০ অক্টোবর কোর্টে রিপোর্ট দিতে হবে। ওই দিনই পরবর্তী শুনানি।
সন্দীপের আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য কোর্টে জানান, এসবিআই-এ মক্কেলের স্থায়ী আমানত বাজেয়াপ্ত করেনি সিবিআই। তা ভাঙাতে গেলে ব্যাঙ্ক বলে আমানতকারীকে উপস্থিত থাকতে। তাঁর আর্জি, যে হেতু সন্দীপ প্রেসিডেন্সি সংশোধনাগারে বন্দি, তাই ব্যাঙ্ক কর্তৃপক্ষ কোনও কর্মীকে সেখানে পাঠিয়ে তাঁর সই সংগ্রহ করুক। আর জি কর হাসপাতালের দুর্নীতি মামলায় প্রথমে গ্রেফতার হন সন্দীপ ঘোষ। তার পর চিকিৎসক-পড়ুয়া ধর্ষণ ও খুনের তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগে সিবিআই গ্রেফতার করে তাঁকে।