• গোমাংস ছিলই না, সরব অধীর
    আনন্দবাজার | ২৯ অক্টোবর ২০২৪
  • হরিয়ানায় গোরক্ষক বাহিনীর হাতে অগস্টে বাংলার দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর যুবক সাবির মল্লিকের নিহত হওয়ার ঘটনাকে সামনে রেখে ফের সরব হলেন কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য অধীর চৌধুরী। তাঁর দাবি, সাবিরের কাছে যে মাংস ছিল, পরীক্ষাগারে পাঠানোর পরে দেখা যায়, তা আদতে গোমাংস ছিলই না। অধীরের বক্তব্য, “শুধু সন্দেহের বশে এক জনকে নৃশংস ভাবে হত্যা করা হল।” সেই সঙ্গে কড়া আইনের পক্ষে সওয়াল করে প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি বলেছেন, “ছেলেটির প্রাণ হরিয়ানা বা ভারত সরকার ফেরত দেবে? ধর্ম-জাতপাতের নামে দেশে প্রতিনিয়ত গণপ্রহারের ঘটনা ঘটছে। এটা রুখতে সংসদে কঠিন আইন পাশ করানো দরকার।” হরিয়ানার বিজেপি সরকারের কাছে সাবির-হত্যার ঘটনায় হত্যাকারীদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবিও জানিয়েছেন অধীর। প্রসঙ্গত, ওই ঘটনার পরেই প্রতিবাদ জানিয়েছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী বঢরাও।
  • Link to this news (আনন্দবাজার)