মঙ্গলবারের শুনানিতে অর্জুনের বাড়িতে বোমা ছোড়ার ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-কে দিয়ে তদন্তের আর্জি জানানো হয়। পুলিশ এই ঘটনায় বিস্ফোরক আইনে মামলা রুজু করেছে। অভিযোগ, ‘এক্সপ্লোসিভ সাবস্ট্যান্স’ আইন প্রয়োগ করা উচিত ছিল। কেন্দ্রের তরফে উচ্চ আদালতে জানানো হয়, রাজ্য কেন্দ্রকে ঘটনার কথা জানালে তার পর স্থির করা হয় এনআইএ তদন্ত হবে কি না।
তার পরেই বিচারপতি রাজ্যের কৌঁসুলির কাছে জানতে চান, এনআইএ আইনের ৬ নম্বর ধারা মেনে রাজ্য এই বোমা বিস্ফোরণের রিপোর্ট কেন্দ্রকে দিয়েছে কি না। তাঁর নির্দেশ, পরবর্তী শুনানিতে রাজ্য এই বিষয়ে আদালতকে রিপোর্ট জমা দেবে। অর্জুনের বাড়ি সংলগ্ন সব সিসি ক্যামেরার ফুটেজ সংরক্ষণেরও নির্দেশ দিয়েছে হাই কোর্ট। ছুটির পরে নিয়মিত বেঞ্চে এই মামলার পরবর্তী শুনানি হবে।
গত ৪ অক্টোবর ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুনের বাড়িতে হামলা চালানোর অভিযোগ ওঠে। তাঁর ভাটপাড়ার বাড়িতে ইট-বোমা-গুলি নিয়ে দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। অর্জুন দাবি করেছিলেন, তাঁর বাড়ি মজদুর ভবনের সামনে বোমা-গুলি ছুড়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। পুলিশের সামনেই ২৫টির বেশি বোমা মারা হয়েছে। ওই ঘটনায় স্থানীয় কাউন্সিলরের ছেলে এবং তাঁর সঙ্গে আরও ১৫-২০ জন মিলে হামলা চালান বলে অভিযোগ করেন বিজেপি নেতা। এই ঘটনায় এনআইএ তদন্ত চেয়ে আগেই হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি।