• বাঁশদ্রোণীতে পুকুর থেকে উদ্ধার মহিলার দেহ
    আনন্দবাজার | ২৯ অক্টোবর ২০২৪
  • বাড়ি থেকে কিছুটা দূরে, একটি পুকুর থেকে উদ্ধার হল এক মহিলার দেহ। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে, বাঁশদ্রোণী থানারদীনেশপল্লি এলাকায়। পরিবার সূত্রের খবর, মৃতার নাম অপর্ণা রায় (৫০)। বাড়ি বাঁশদ্রোণী থানার আমবাগান এলাকায়। রবিবার গভীর রাত থেকে নিখোঁজ ছিলেন তিনি।

    এ দিন সকালে পুকুরে অপর্ণার দেহ ভাসতে দেখা গেলে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। খবর যায় পুলিশে। পুলিশ এসে পুকুর থেকে তাঁকে উদ্ধার করে এম আর বাঙুর হাসপাতালে নিয়‌ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরিবার সূত্রের খবর,অপর্ণার স্বামী এবং দুই ছেলে রয়েছেন। অপর্ণার ভাশুর সমীর রায় জানান, অনেক দিন ধরেই তাঁর মানসিক সমস্যা ছিল। তার জন্যচিকিৎসাও চলছিল। রবিবার রাত ৩টে নাগাদ অপর্ণা বাড়ি থেকে বেরিয়ে যান। তার পর থেকেই তাঁর খোঁজ চলছিল। এ দিন সকালে বাড়িথেকে কিছুটা দূরের ওই পুকুর থেকে উদ্ধার হয় অপর্ণার দেহ। তাঁর এক প্রতিবেশী পূর্ণিমা সরকার বলেন, ‘‘কাল রাত থেকেইঅপর্ণার বাড়ির লোকজন, প্রতিবেশীরা ওঁর খোঁজ করছিলেন। কিন্তু এ রকম ঘটনা ঘটবে, তা কেউভাবেননি।’’ গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

  • Link to this news (আনন্দবাজার)