• শ্যামবাজার থেকে উধাও নির্যাতিতার প্রতীকী মূর্তি
    আনন্দবাজার | ২৯ অক্টোবর ২০২৪
  • শ্যামবাজার চত্বর থেকে উধাও হয়ে গেল আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নির্যাতিতা চিকিৎসক-ছাত্রীর প্রতীকী মূর্তি। শনিবারের পর থেকে মূর্তিটিকে আর দেখা যায়নি বলে অভিযোগ। সোমবার শ্যামপুকুর থানায় এ নিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন বাম ছাত্র এবং যুব নেতৃত্ব। পুলিশ অভিযোগ খতিয়ে দেখছে। কে বা কারাপ্রতীকী মূর্তিটি চুরি করেছে, নাকি সেটি সরিয়ে নিয়ে গিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

    আর জি করে চিকিৎসক-ছাত্রীর খুন এবং ধর্ষণের প্রতিবাদে শ্যামবাজারে অবস্থানে বসেছিলেন বামেদের ছাত্র ও যুব সংগঠনের কর্মীরা। গত ৩ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত শ্যামবাজার পাঁচ মাথার মোড় সংলগ্ন রাস্তায় ওই অবস্থান চলে। সেই অবস্থান-বিক্ষোভ চলাকালীন রাস্তার পাশে নির্যাতিতার একটি প্রতীকী অবয়ব বসিয়েছিলেন বাম কর্মী-সমর্থকেরা। ২৫ সেপ্টেম্বরের পরে সেই অবস্থান-বিক্ষোভ উঠে যায়। যদিও নির্যাতিতার প্রতীকী মূর্তিটি সেখানেই রাখা ছিল। কিন্তু অভিযোগ, গত শনিবারের পর থেকে মূর্তিটির খোঁজ মিলছে না। স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘‘ফুটপাতের উপরে বিশালাকৃতি প্রতীকী মূর্তিটি ছিল। রাস্তা দিয়ে যাতায়াতের সময়ে সেটি দেখাও যেত। কিন্তু হঠাৎ করে রাতের অন্ধকারে কে বা কারা সেটি সরিয়ে ফেলেছে।’’ লালবাজার যদিও জানিয়েছে, অভিযোগের তদন্ত শুরু হয়েছে। ওই এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

  • Link to this news (আনন্দবাজার)