• সংসারে অনটন? FD-র টাকা তুলতে চেয়ে আবেদন সন্দীপের, CBI-এর কাছে রিপোর্ট চাইল হাইকোর্ট
    আজ তক | ২৯ অক্টোবর ২০২৪
  • ফিক্সড ডিপোজিটের টাকা কি তোলা যাবে?
    সন্দীপ ঘোষের আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য জানান, সন্দীপ ঘোষ তাঁর ফিক্সড ডিপোজিট ভাঙাতে চান। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায়(SBI) তাঁর অ্যাকাউন্ট আছে। ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছে, সন্দীপ ঘোষের স্বাক্ষর লাগবে। তবেই টাকা তোলা সম্ভব। কিন্তু প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ এবিষয়ে সহযোগিতা করছে না। 

    এর পাশাপাশি ব্যাঙ্কের আইনজীবী দেবাশিস সাহা জানান, সম্প্রতি CBI সন্দীপ ঘোষের একটি লকার সিজ করেছে বলে ব্যাঙ্কের কাছে খবর এসেছে। 

    তার প্রেক্ষিতে আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য বলেন, মূল অ্যাকাউন্ট সিজ করা হয়নি। একটি লকার সিজ করেছে CBI।
     
    এমনই পরিস্থিতিতে সরাসরি সিবিআই-কেই অ্যাকাউন্ট সিজ সংক্রান্ত তথ্য দিতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।
    ৩০ অক্টোবর সিবিআই-এর রিপোর্ট জমা দেওয়ার কথা। সেদিনই ফের এই বিষয়ে শুনানি আদালতে।
  • Link to this news (আজ তক)