'জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সঙ্গে আমরা নেই,' বললেন শুভেন্দু, কেন?
আজ তক | ২৯ অক্টোবর ২০২৪
আরজি কর আন্দোলনে থাকলেও, জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সঙ্গে নেই বিজেপি। ঝাড়খণ্ড যাওয়ার পথে দুর্গাপুরের অন্ডাল বিমানবন্দরে নেমে এমনই মন্তব্য করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, "ডাক্তারদের আন্দোলনের সঙ্গে প্রথম দিন থেকেই ছিলাম। কিন্তু জুনিয়র ডাক্তাররা যেদিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সন্ধি করেছেন সেদিন থেকে ওদের সঙ্গে নেই। নো কম্প্রোমাইজ উইথ মমতা বন্দ্যোপাধ্যায়। আর জি করে ডাক্তার বোনের মৃত্যুর জন্য একমাত্র দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়।"
পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে এও বলেন, "অবাধে ভোট হলে কোনও হিন্দু মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবে না। গত উপনির্বাচনে চার কেন্দ্রে হিন্দুদের ভোট দিতে দেওয়া হয়নি।"
প্রসঙ্গত, এর আগে রবিবার ২৭ অক্টোবর কলকাতায় বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে পাশে বসিয়ে সাংবাদিক বৈঠকেও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, "মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠক মোটেই ভালোভাবে নেয়নি মানুষ। কারণ এই ঘটনার জন্য যদি কেউ দায়ী হয়ে থাকেন তাঁর নাম মমতা বন্দ্যোপাধ্যায়।"
তিনি আরও দাবি করেছিলেন, জুনিয়র ডাক্তাররা ২৭ অগাস্ট নবান্ন অভিযানে অংশগ্রহণ না করে ভুল করেছেন জুনিয়র ডাক্তাররা। সরকারের সঙ্গে নবান্নে গিয়ে বৈঠক করেও ভুল করেছেন।
এদিন শুভেন্দু আরও বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় একজন রেজিস্টার্ড মিথ্যাবাদী। যে লাইভ স্ট্রিমিং করা যাবে না বলেছিলেন সুপ্রিম কোর্টে বিচারাধীন বলে। এবার লাইভ স্ট্রিমিং করলেন যখনও সুপ্রিম কোর্টের ফাইনাল ভার্ডিক্ট আসেনি। তাই আমরা মনে করি এই আন্দোলনের অপমৃত্যু ঘটেছে। ভারতীয় জনতা পার্টি ছাড়বে না।"
কিছু চিকিৎসকদের প্রসঙ্গে শুভেন্দু বলেন, বেশ কিছু জুনিয়র ডাক্তার আছেন নাম বলব না বীরভূম, মুর্শিদাবাদে বাড়ি আমার সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ আছে, দেখা হয়েছে। অনেকেই ভয়ে পেয়ে গেছেন।
সবমিলিয়ে জুনিয়র ডাক্তারদের সমর্থনে না করারই স্ট্র্যাটেজি নিচ্ছে রাজ্য বিজেপি।