মুখ্যমন্ত্রীর ছবি ছেঁড়া নিয়ে জোর চাঞ্চল্য! কে ছিঁড়ল..
২৪ ঘন্টা | ২৯ অক্টোবর ২০২৪
দেবব্রত ঘোষ: মুখ্যমন্ত্রীর ছবি ছেঁড়া নিয়ে চাঞ্চল্য। হাওড়া পুরসভার মূল গেটের পাশে শারদ শুভেচ্ছা সহ মধ্য হাওড়া কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে একটি ফ্লেক্স লাগানো হয়েছিল। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অরূপ রায়ের ছবি দেওয়া হয়। আজ দেখা যায়, সেই ফ্লেক্সে মুখ্যমন্ত্রীর ছবি কে বা কারা ছিঁড়ে দিয়েছে। ঘটনার খবর পেয়ে তৃণমূল কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন। দোষীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন।হাওড়া সদরের তৃণমূল যুব নেতা গোবিন্দ সাহার অভিযোগ, এই কাজ বিরোধীদের। অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবি করা হয়। পুর প্রশাসক, পুর কমিশনার ও হাওড়া থানায় অভিযোগ করা হয়। পুর প্রশাসক সুজয় চক্রবর্তী জানান, পুরসভার বেশকিছু জায়গায় সিসিটিভি নেই। অবিলম্বে সিসিটিভি বসানো হবে। এছাড়া গেটের সামনে মুখ্যমন্ত্রীর ফ্লেক্স লাগানো হবে। বিজেপি নেতা উমেশ রাই জানান, এধরনের ঘটনা কোনওভাবেই কাম্য নয়। এর সাথে বিজেপির কোনও যোগ নেই। তবে আরজি কর-কাণ্ড সহ বিভিন্ন ইস্যুতে মানুষের মনে যে ক্ষোভ রয়েছে। এই ঘটনা তার বহিঃপ্রকাশ হতে পারে।
Link to this news (২৪ ঘন্টা)