• প্রশাসনের নিষেধাজ্ঞা! কালীপুজোর আগে দেদার বিকোচ্ছে নিষিদ্ধ 'চকোলেট বোমা'...
    ২৪ ঘন্টা | ২৯ অক্টোবর ২০২৪
  • তথাগত চক্রবর্তী: আলোর উৎসব দীপাবলিকে আরও রঙিন করে তোলে হরেক রকম আতশবাজি। চরকা, তুবড়ি, রঙমশালের মত পরিচিত আতশবাজির পাশাপাশি প্রতিবছরের মতো এবছরও বাজি বাজারে চমক হিসেবে হাজির হয়েছে আরও কিছু বাজি। আতশবাজির চিরন্তন আলোর রোশনাই এর সঙ্গে মিশেছে আধুনিকতার ছোঁয়া। যেমন ড্রোনের আকারে তৈরি হয়েছে বাজি। বাজিতে আগুন দিলেই ড্রোনের মত আকাশে উড়ে যাবে সেই বাজি। সেই সঙ্গে বেরোবে আলোর রোশনাই। 

    ক্যামেরা বাজি এবার বাজি বাজারের অন্যতম আকর্ষণ। বাজিতে আগুন দিলেই ক্যামেরার ফ্ল্যাশের মত আলো জ্বলবে। এছাড়া রয়েছে, কালার ব্লাস্ট। বাজিতে আগুন দিলেই তৈরি হবে হরেক রঙের কোলাজ। রঙিন তুবড়িও এবার রয়েছে নতুন বাজির তালিকায়।

    ব্যবসায়ীদের দাবি, বাজারে এই সব আতশবাজির চাহিদা তুঙ্গে। ক্রেতারা দারুণ উৎসাহে বাজি কিনছেন। এদিকে ক্রেতাদের একাংশের অভিযোগ, বাজিতে নতুনত্ব এলেও দাম বেড়েছে অনেকটাই। ফলে ইচ্ছে থাকলেও নতুন বাজির বেশি করে কেনা সম্ভব হচ্ছে না। তবে বেশ কিছু বাজি নিষিদ্ধ ঘোষণা হলেও সেই সববাজিও দেদার বিকোচ্ছে বাজি বাজারে

    দক্ষিণ ২৪ পরগনা জেলার অন্যতম আতস  বাজি বাজার চম্পাহাটি হাড়াল বাজি বাজার। এই বাজারে দেখা গেল প্রত্যেক দোকানে বিকোচ্ছে নিষিদ্ধ চকোলেট বোমা । প্রশাসনের নিষেধাজ্ঞা সত্ত্বেও কীভাবে  বিক্রি হচ্ছে চকোলেট বোমা তা নিয়ে উঠছে প্রশ্ন । দোকানদারদের বক্তব্য 'ক্রেতাদের চাহিদা রয়েছে তাই লুকিয়ে চুরিয়ে বিক্রি করতে হয়, না হলে খরিদ্দার আসবে না'। আবার অনেকে বলছেন 'পুলিসের সব কাজেই বাধা'। 

    চম্পাহাটি হাড়াল আতশবাজি ব্যবসায়ী সমিতির মুখপাত্র শঙ্কর মন্ডল জানান, 'একাধিকবার বারণ করা হয়েছে যারা আইন ভেঙে চকোলেট বিক্রি করছেন প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে'।

     

  • Link to this news (২৪ ঘন্টা)