সেই বীরভূম, পুরুষশূন্য বাড়িতে লুঠপাটের পর আগুন ধরানোর অভিযোগ TMCর বিরুদ্ধে
হিন্দুস্তান টাইমস | ২৯ অক্টোবর ২০২৪
জমি জায়গা নিয়ে পুরোনো বিবাদের জের। বীরভূমের সিউড়ি থানা এলাকার নহদরি গ্রামে এক ব্যাক্তির বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ স্থানীয় তৃণমূল নেতা বাবু আনসারি ও তার দলবলের বিরুদ্ধে। আগুনে ভস্মীভূত আসবাব পত্র থেকে সব কিছু। যদিও অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূল নেতা বাবু আনসারি। তাঁর দাবি, হুকিং করতে গিয়ে শর্ট সার্কিট হয়ে আগুন লেগেছে বাড়িতে।
আসমা খাতুন নামে এক তরুণী দাবি করেন, তাঁদের জমি দখল করার চেষ্টা করছেন বাবু আনসারি ও তাঁর দলবল। দিন কয়েক আগে এই নিয়ে তাঁর বাবা ও কাকার সঙ্গে বাবুর দলের সংঘর্ষ হয়। তার পর কাকাকে গ্রেফতার করে পুলিশ। তিনি এখন জেলবন্দি। বাবা ১৫ দিন ধরে পলাতক। বাড়িতে ছিলেন শুধু ৩ জন মহিলা, তিনি, তাঁর মা ও বউদি।
এরই মধ্যে মঙ্গলবার সন্ধ্যা ৭টা নাগাদ দলবল নিয়ে তাঁদের বাড়িতে হানা দেয় বাবু ও তাঁর দলবল। বন্দুক দেখিয়ে মহিলাদের বাড়ি থেকে বার করে দেন। এর পর বাড়িতে অবাধে লুঠপাঠ চালায় প্রায় ২৫ জন দুষ্কৃতীর একটি দল। টাকা - পয়সা, গয়না সব নিয়ে গিয়েছে তারা। যাওয়ার সময় ঘরে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। আগুনে ঘরের সমস্ত আসবাব পুড়ে গিয়েছে। পুড়ে গিয়েছে সমস্ত নথি।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সিউড়ি থানার পুলিশ। স্থানীয়দের সঙ্গে কথা বলে ঘটনার ব্যাপারে জানার চেষ্টা করেন তাঁরা। বেশ কিছুক্ষণ পর দমকল পৌঁছয় ঘটনাস্থলে। ততক্ষণে সব পুড়ে গিয়েছে।
ঘটনার কথা অস্বীকার করে বাবু আনসারি বলেন, ‘যারা অভিযোগ করছে তারা সব জমি মাফিয়া। সম্প্রতি একটি জমির মালিকানা নিয়ে এলাকায় শালিসি সভা ডাকা হয়েছিল। সেই সভায় ওরা হাজির হয়নি। তার পর আমরা জমির মালিককে আদালতের দ্বারস্থ হওয়ার পরামর্শ দিই। সেই আক্রোশ থেকে আমাদের বিরুদ্ধে অভিযোগ করছে। ওরা হুকিং করে আলো জ্বালায়। সন্ধ্যায় হুকিং করতে গিয়েই বাড়িতে আগুন লেগে থাকতে পারে।’