শিরদাঁড়া আঁকা জামা পরে গ্রেফতার চিকিৎসকের বিরুদ্ধে কোনও পুলিশি পদক্ষেপ নয়: HC
হিন্দুস্তান টাইমস | ২৯ অক্টোবর ২০২৪
আরজি করকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভে বাধা দিতে গিয়ে আরও একবার আলাদতে মুখ পুড়ল কলকাতা পুলিশের। বিচারের দাবি লেখা ব্যাজ পরে রেড রোডের কার্নিভালে যোগদানকারী চিকিৎসকের বিরুদ্ধে পুলিশ কোনও পদক্ষেপ করতে পারবে না বলে জানাল কলকাতা হাইকোর্ট।
গত ১৫ অক্টোবর পুজো কার্নিভালের অনুষ্ঠানে বিচারের দাবিতে ব্যাজ পরে ডিউটি করছিলেন কলকাতা পুরসভার চিকিৎসক তপোব্রত রায়। তাঁর জামায় লেখা ছিল, শিরদাঁড়া বিক্রি নেই। তখন তাঁকে ডেকে নিয়ে যান কয়েকজন পুলিশকর্মী। তাঁকে যে সেখানে ডিউটিতে পাঠানো হয়েছে তার নথি দেখতে চান তাঁরা। চিকিৎসক জানান নথি রয়েছে তাঁর দফতর। এর পর পুলিশের গাড়িতে করেই তাঁকে দফতরে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে আর গাড়ি থেকে নামতে দেওয়া হয়নি। এক সহকারীকে দিয়ে অফিসের ভিতর থেকে ব্যাগ নিয়ে এসে নথি দেখাতে বলা হয় তাঁকে। তপোব্রতবাবু নথি দেখালে তাঁকে ময়দান থানায় নিয়ে যান পুলিশ আধিকারিকরা।
এই ঘটনার পর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে তাঁর বিরুদ্ধে তোলা সমস্ত অভিযোগ খারিজের আবেদন করেন তপোব্রতবাবু। মঙ্গলবার হাইকোর্টেরে অবকাশকালীন বেঞ্চে সেই মামলার শুনানি ছিল। শুনানিতে বিচারপতি জানিয়েছেন, পরবর্তী শুনানি পর্যন্ত চিকিৎসকের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে পারবে না পুলিশ।