আবার অসুস্থ হয়ে পড়লেন পার্থ চট্টোপাধ্যায়। একাধিক শারীরিক সমস্যা নিয়ে অসুস্থ হয়ে পড়েছেন তিনি। আজ, মঙ্গলবার প্রেসিডেন্সি জেলে গিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক অসুস্থতার চিকিৎসা করেন চিকিৎসকরা। একাধিকবার জামিনের আবেদন করলেও সেটা এখনও বিচারাধীন অবস্থায় রয়েছে। তার মধ্যেই বারবার অসুস্থ হয়ে পড়ছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগও তৈরি হয়েছে জেলে। তাই আজ চিকিৎসকরা এসে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করেন।
২০২২ সালে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি গ্রেফতার করে পার্থ চট্টোপাধ্যায়কে। তার পর কেটে গিয়েছে প্রায় দু’বছর। প্রেসিডেন্সি জেলে কাটছে দিনের পর দিন। বন্দি থাকা অবস্থায় তাঁর নানা শারীরিক সমস্যা দেখা দিয়েছে। আদালতে তা জানিয়ে একাধিকবার জামিনের আর্জি করেন পার্থবাবুর আইনজীবী। কিন্তু সেটা খারিজ হয়ে যায়। তবে তাঁর চিকিৎসার বিষয়ে একাধিক নির্দেশ দিয়েছে আদালত। গত কদিন ধরে তাঁর পা ফুলছে। তার সঙ্গে বেড়েছে ব্যথাও। জেলে থাকাকালীন তাঁর চর্মরোগও দেখা দিয়েছে। আজই চিকিৎসকরা জেলে গিয়ে তাঁকে পরীক্ষা করেন বলে খবর। কাঁধে ব্যথা রয়েছে। সব মিলিয়ে চাপ বেড়েছে পার্থর।
জেল সূত্রে খবর, আদালতের নির্দেশ মেনেই প্রত্যেক মাসেই জেলে স্বাস্থ্যপরীক্ষা করা হয় পার্থর। স্বাস্থ্যপরীক্ষার রিপোর্ট অনুযায়ী চলছে ওষুধ। আজ, মঙ্গলবার সেই নিয়ম মেনেই জেলে গিয়ে পার্থকে পরীক্ষা করলেন চিকিৎসকরা। মেডিক্যাল টিমে আছেন মেডিসিন, অস্থি বিশেষজ্ঞরা। প্রেসিডেন্সি জেলে বন্দিদশায় থাকাকালীনই জীবনযাত্রার মান অনেকটা নেমে গিয়েছে। তার জেরে নানারকম সমস্যা দেখা দিচ্ছে। তাই জেল থেকে বেরতে জামিন চান পার্থ চট্টোপাধ্যায়। আর সেটাই মিলছে না। মানিক ভট্টাচার্য, জীবনকৃষ্ণ সাহা, অনুব্রত মণ্ডল–সহ অনেকেই জেল থেকে ছাড়া পেয়েছেন। কিন্তু পার্থ আসতে পারছেন না খোলা আকাশের নীচে।
এছাড়া পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ও জেলে আছেন। যাঁর বাড়ি থেকে কাঁড়ি কাঁড়ি টাকা উদ্ধার হয়েছিল। পার্থর পাশের সেলেই আছেন জ্যোতিপ্রিয় মল্লিক। তিনিও অসুস্থ। পার্থ চট্টোপাধ্যায় অবশ্য জামিন চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। দুর্গাপুজোর আগেই সেই জামিন মামলার শুনানি শেষ হয়েছে। কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ রায় দেননি। রায়দান স্থগিত রেখেছেন। তাই এই অবস্থাতে এখন কালীপুজো জেলেই কাটাতে হচ্ছে পার্থকে।