• ‘অনেকে জোরে ডিজে বাজায়, সিনিয়র সিটিজেনদের অসুবিধা হয়’, সতর্ক করলেন মমতা
    হিন্দুস্তান টাইমস | ২৯ অক্টোবর ২০২৪
  • কালীপুজো শুরু হতে আর হাতে গোনা দিন। এদিকে, সাইক্লোন দানার দাপটে বহু ক্লাবের পুজোর প্যান্ডেল, সাজসজ্জার কাজ শেষ হতে দেরি হয়েছে। তবে তারই মাঝে শুরু হয়ে গিয়েছে কালীপুজোর আগে একের পর এক ক্লাবের পুজো উদ্বোধনের পালা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহু পুজো ইতিমধ্যেই উদ্বোধন করে দিয়েছেন। সদ্য তিনি কলকাতার ভেনাস ক্লাবের পুজো উদ্বোধনে যান।

    ভেনাস ক্লাবের পুজো উদ্বোধনে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক বিষয়ে সতর্কবার্তা দেন। শব্দ বাজি ব্যবহার নিয়ে সতর্ক করেন দিদি। এছাড়াও ডিজে বাজানো নিয়েও সতর্ক করেছেন মমতা। তিনি সাফ জানান, বহু সময়ই জোর জোরে ডিজে বাজালে অস্বস্তিতে পড়েন সিনিয়র সিটিজেনরা। তবে বয়স্করা সমস্যার কথা সবসময় বলে উঠতে পারেন না। মমতা সাফ জানান, ‘ওঁদের হয়ে আমি বলছি’। তিনি সতর্ক করেন যে, ডিজে বাজলে বাচ্চাদেরও সমস্যা হয়। ফলে, তিনি সেই বিষয়টি নিয়েও সচেতন থাকার বার্তা দেন।

    উল্লেখ্য, ডিজের শব্দ-তাণ্ডবের অভিযোগ বহু সময়ই উঠে আসে। তাছাড়াও শব্দ বাজির জেরে অনেকেই অসুস্থতা বোধ করেন। এই সমস্যার কথা এবার মুখ্যমন্ত্রীর মুখেও। মমতা বলেন,‘বাজি এমন করে ফাটাবেন না, যাতে আপনার বাজি, আরেকজনের বাড়িতে গিয়ে আগুন লাগাতে পারে। এমন ঘটনা ঘটতে দেখেছি। বাজি ফাটানোর সময় সাবধানতা অবলম্বন করুন। শব্দদূষণ ও মানসিক দূষণ যাতে না হয়।’ দিদি একইসঙ্গে বলেন, ‘অনেকে খুব জোরে ডিজে চালিয়ে দেয়, জোরে জোরে বাজি ফাটায়। ফলে এলাকায় যাঁরা সিনিয়র সিটিজেন তাঁদের অনেক সময় অসুবিধা হয়। কিন্তু তাঁরা বলতে পারেননা। তাঁদের হয়ে আমি বলে যাচ্ছি। বাচ্চারাও অনেক সময় কেঁপে ওঠে। এগুলো সতর্কতা হিসাবে দেখা দরকার। ’

    মমতা বলেন, ‘কালীপুজো-দীপাবলির সময় আমরা বাজি নিশ্চয়ই ফাটাব। কিন্তু পরিবেশ বান্ধব বাজি ফাটানোর চেষ্টা করব।’দিদির সাফ বার্তা,'চেষ্টা করব যাতে, আমার বাজি ফাটানোর জন্য আপেকজন বিপদে না পড়ে। সেই বাজি এমন করে ছুড়লাম যে আরেকজনের বাড়িতে গিয়ে আগুন লেগে গেল। অথবা কারোর গায়ে গিয়ে পড়ল। এটা যেন না হয়।'
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)