• কালীপুজোর আগে বাড়িতে টুনি লাগাতে গিয়ে বিপত্তি! বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বহরমপুরে মৃত্যু ১২ বছরের কিশোরের
    আনন্দবাজার | ২৯ অক্টোবর ২০২৪
  • সামনেই কালীপুজো। আর সেই কালীপুজো উপলক্ষে বাড়িতে টুনি বাল্‌ব দিয়ে সাজাতে গিয়ে বিপত্তি। কাটা তারে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক কিশোরের। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে বহরমপুরের খড়গ্রাম থানার জয়পুর এলাকায়।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত কিশোরের নাম অনিকেত কোনাই (১২)। কালীপুজোতে আলো দিয়ে বাড়ি সাজানো ছিল তার শখ। প্রতি বছরই বিভিন্ন প্রকার টুনি নিজেই কিনে আনত অনিকেত। তার পর সেই টুনি দিয়ে গোটা বাড়ি সাজাত। প্রতি বছরের মতো এ বছরও বাড়ি সাজানোর পরিকল্পনা করেছিল অনিকেত। সেই মতো মঙ্গলবার দুপুরে মায়ের কাছ থেকে টাকা নিয়ে দোকান থেকে টুনি কিনে এনেছিল। তার পর খাওয়াদাওয়া করে নিজেই বাড়িতে টুনি লাগাচ্ছিল। সেই কাজ করতে গিয়েই বিপদ ঘটে।

    বিদ্যুতের কাটা তারে হাত পড়ে যায় অনিকেতের। সঙ্গে সঙ্গে সে ছিটকে পড়ে মাটিতে। তড়িঘড়ি ওই অবস্থা থেকে তাকে উদ্ধার করে খড়গ্রাম গ্রামীণ হাসপাতালে নিয়ে যান বাড়ির লোকেরা। কিন্তু তাকে বাঁচানো যায়নি। কর্তব্যরত চিকিৎসক অনিকেতকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।

    খবর পেয়ে হাসপাতালে পৌঁছয় খড়গ্রাম থানার পুলিশ। চিকিৎসক এবং মৃত কিশোরের বাড়ির লোকের সঙ্গে কথা বলার পরই পুলিশ মৃতদেহটি কান্দি মহকুমা মর্গে পাঠায়। সেখানেই ওই কিশোরের ময়নাতদন্ত হবে। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

  • Link to this news (আনন্দবাজার)