• শিশুকন্যাকে শ্বাসরোধ করে খুন, অভিযুক্ত বাবা
    বর্তমান | ৩০ অক্টোবর ২০২৪
  • সংবাদদাতা, রায়গঞ্জ: শিশুকন্যাকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে। আজ, মঙ্গলবার রায়গঞ্জে এই ঘটনাটি ঘটেছে। মানসিক অবসাদগ্রস্ত অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রায়গঞ্জ থানার পুলিস। পুলিস সূত্রে খবর, শিশুকন্যাটির নাম অদিতি সেন(৫)। সে রায়গঞ্জের বেসরকারি স্কুলের ছাত্রী। দক্ষিণ সুদর্শনপুর এলাকার বাসিন্দা। আজ, মঙ্গলবার বিকেলে অদিতির মৃত্যুর খবরটি জানাজানি হয়। কিন্তু এটা যে খুনের ঘটনা তা স্পষ্ট হয় এদিন রাতে। মৃত শিশুকন্যার বাবা পেশায় ঠিকাদার, নাম অরূপ সেন।

    প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, আজ দুপুরে মেয়েকে সঙ্গে নিয়ে নিজের অফিসে যান অভিযুক্ত অরূপ। সেখানেই তাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে অভিযোগ। রায়গঞ্জের পুলিস সুপার সানা আখতার বলেন, পুলিসের কাছে ওই ব্যক্তি খুনের কথা স্বীকার করেছেন। স্বীকারোক্তিতে তিনি বলেন, দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে ভুগছিলেন। তাই মেয়েকে অনিশ্চিত ভবিষ্যৎ থেকে চিরতরে মুক্তি দিতেই মেয়েকে খুন করেন। পরে নিজেও আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে পরিবারের এক সদস্য সেখানে পৌঁছে যায়। ফলে শেষপর্যন্ত আত্মহত্যা করতে পারেননি অভিযুক্ত। তড়িঘড়ি শিশুকন্যাটিকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিক্যালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। পরে মামলা রুজু করে শিশুকন্যার বাবাকে গ্রেপ্তার করা হয়েছে।

    এই ঘটনায় ধৃতের বন্ধু সুমিত লাহা বলেন, এদিন বিকেলে আমি খবর পাই যে অরূপের মেয়ে হাসপাতালে ভর্তি। পরবর্তী সময়ে জানা যায় ওর মৃত্যু হয়েছে। তার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরে আমার বন্ধুকে থানায় আনা হয় জিজ্ঞাসাবাদের জন্য। তবে অরূপ আর্থিক সমস্যায় জর্জরিত ছিল। সম্প্রতি দু'বার ওর ব্রেন স্ট্রোকও হয়েছিল। মানসিকভাবেও বিপর্যস্ত ছিল।
  • Link to this news (বর্তমান)