• স্বাস্থ্যসাথীতে বেসরকারি হাসপাতালে চিকিৎসা করার আগে অনুমতি নিতে হবে সরকারি ডাক্তারদের
    দৈনিক স্টেটসম্যান | ৩০ অক্টোবর ২০২৪
  • রাজ্যে অনেক হাসপাতাল ও নার্সিংহোমেই বর্তমানে স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় চিকিৎসা হয়। অনেক ক্ষেত্রে সরকারি হাসপাতালের চিকিৎসকরা বেসরকারি হাসপাতালে গিয়ে এই সব রোগীর চিকিৎসা করেন। সেই চিকিৎসকরা সরকারি অধিনিয়ম মেনে নন মেডিক্যাল ভাতা পান। এক্ষেত্রে এবার কঠিন নিয়ম চালু করল স্বাস্থ্যদপ্তর। বেসরকারি হাসপাতালে গিয়ে স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় রোগীর চিকিৎসা বা অস্ত্রোপচার করার আগে সরকারি হাসপাতালের চিকিৎসককে নিতে হবে স্বাস্থ্যভবনের অনুমতি।

    উল্লেখ্য, সব সরকারি চিকিৎসক স্বাস্থ্যসাথীর প্রকল্পের আওতায় চিকিৎসা করতে পারেন না। এই নিয়মই অনেক ক্ষেত্রে মানা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। স্বাস্থ্যভবনের এক কর্তার বলেন, ‘নিয়ম অনেক আগেই ছিল। কিন্তু সেই নিয়ম কিছু ক্ষেত্রে মানা হচ্ছে না। তাই দিন কয়েক আগে বেসরকারি ও সরকারি হাসপাতালগুলিকে বিষয়টি স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।’

    স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় চিকিৎসা করার জন্য অনেক সময় চিকিৎসকদের বাধ্য করা হয়। বেসরকারি হাসপাতালগুলি চিকিৎসকদের সঙ্গে দীর্ঘ মেয়াদি চুক্তি করে রাখে। এই চুক্তির কারণেই চিকিৎসকরা স্বাস্থ্যসাথীর আওতায় থাকা রোগীদের চিকিৎসা করতে বাধ্য হন। এসব অভিযোগ সামনে আসতেই নতুন নিয়ম চালু করল স্বাস্থ্যদপ্তর।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)