পুলিস সূত্রে জানা গিয়েছে, কিছু সময় জিজ্ঞাসাবাদের পরেই ভেঙে পড়েন ওই শিশু কণ্যার বাবা। তিনি স্বীকার করেন তিনিই তার শিশু কন্যাকে শ্বাস রোধ করে খুন করেন। তার পরিকল্পনা ছিল নিজের কন্যা সন্তানকে খুন করে তিনি নিজেও আত্মঘাতী হবেন। এই খুনের কারণ হিসাবে অভিযুক্ত বাবা পুলিসকে জানিয়েছেন কিছুদিন থেকেই তার মনে হচ্ছিল তিনি মরে গেলে তার প্রিয় শিশু কন্যাকে কেউ সঠিক ভাবে দেখভাল করবে না। সেই ভয় থেকেই তিনি তার শিশু কন্যাকে খুন করেছেন।
তদন্তের স্বার্থে পুলিসের তরফে এর থেকে বেশী তথ্য জানানো হয়নি।
রায়গঞ্জ জেলার পুলিস সুপার মহম্মদ সানা আখতার জানিয়েছেন ওই ব্যক্তি নিজের শিশু কন্যাকে খুনের কথা পুলিসের কাছে স্বীকার করেছেন। আমরা তাকে ইতিমধ্যেই আটক করেছি। ঘটনার সব রকম দিক থেকে তদন্ত করা হচ্ছে।
প্রসঙ্গত, ব্য়ারাকপুরেও এই ধরণের হাড়হিম ঘটনা ঘটে। জানা গিয়েছে, নিজের মেয়েকে মেরে ঘরের মধ্যেই বসেছিলেন মা কবিতা ঘোষ। ঘটনাটি ঘটে, ব্যারাকপুরের পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডে। জানা গিয়েছে, বছর খানেক আগে ডি রোডের বাড়ি কিনে এসে ছিল ইন্দ্রজিত্ ঘোষ। স্ত্রী ও মেয়েকে নিয়ে বসবাস করতেন তিনি। গতকাল রাতে মেয়েকে শ্বাসরোধ করে মেরে ঘরের ভিতরে বসে ছিলেন মা। ১২ বছরের মেয়ে রাজন্যা ঘোষকে নিয়ে চিন্তায় থাকতেন মা।
জানা গিয়েছে, রাত থেকে মেয়েকে নিয়ে ঘর বন্ধ করে দিয়েছে মা। অনেক ডাকাডাকি করা সত্ত্বেও ঘর খোলেনি মা। প্রতিবেশীরাও ছুটে আসেন। কিন্তু শত চেষ্টা করেও দরজা খোলেনি মা। তারপর বাধ্য হয়ে পুলিসকে ডাকা হয়। তারপর দরজা খুলে দেখতে পায় বিছানায় শুয়ে আছে মেয়ে। পাশেই দাঁড়িয়ে আছে মা। বাবা মেয়েকে জড়িয়ে ধরে বুঝতে পারে যে অনেকক্ষণ আগেই তার মৃত্যু হয়েছে। বাবা ইন্দ্রজিত্ জানিয়েছে, তাঁর স্ত্রীর মানসিক সমস্যা আছে। স্ত্রী বরাবরই মেয়েকে চিন্তায় থাকতেন। ভাবতেন যে, মেয়ে বড় হচ্ছে। তার উপর বাইরের লোক অত্যাচার করবে। এইসব ভেবেই ভয়ানক কাণ্ড ঘটিয়ে ফেলেন তাঁর স্ত্রী।