ঘটনাটি ঠিক কী? বিধায়করা এখন সাংসদ। রাজ্যের ৬ বিধানসভায় উপনির্বাচন হবে। কবে? ১৩ নভেম্বর। যে কেন্দ্রগুলিতে উপনির্বাচন হবে, তারমধ্যে রয়েছে উত্তর ২৪ পরগনার হাড়োয়া ও নৈহাটিও। সঙ্গে সিতাই, মাদারিহাট, মেদিনীপুর ও তালড্যাংরাও।
এদিকে শনিবার একদিনের সফরে বাংলায় এসেছিলেন অমিত শাহ। রবিবার উত্তর ২৪ পরগনার পেট্রাপোল সরকারি কর্মসূচিতে যোগ দেন তিনি। সীমান্তে ইন্টিগ্রেটেড চেক পোস্ট, প্যাসেঞ্জার টার্মিনাল এবং মৈত্রী দ্বারের উদ্বোধন করেন। কিন্তু উপনির্বাচনে দিনক্ষণ ঘোষণার পর এখন আদর্শ আচরণ বিধি লাঘু হয়ে গিয়েছে উত্তর ২৪ পরগনায়। তাহলে কীভাবে জেলায় সরকারি কর্মসূচিতে যোগ দিলেন শাহ? বিভিন্ন সরকারি পরিকাঠামোর উদ্বোধন করলেন? প্রশ্ন তুলেছেন তৃণমূল।
মুখ্য নির্বাচনী লেখা চিঠিতে উল্লেখ, আদর্শ আচরণ বিধি চলাকালীন সরকারি সফর করতে পারেন না মন্ত্রীরা। নির্বাচনী কাজে প্রশাসনকে ব্যবহার করা যায় না। স্রেফ সেই নিয়ম ভঙ্গই নয়, সরকারি কর্মসূচি থেকে শাহ রাজনৈতিক মন্তব্য করেছেন বলেও দাবি তৃণমূলের।