মহিলা সাংবাদিকের শ্লীলতাহানিতে অভিযুক্ত প্রাক্তন বিধায়ক তন্ময়। তাঁকে সাসপেন্ড করেছে সিপিএম। এরপর রবিবার বরানগর থানায় তলব করা হয় সাসপেন্ডেড সিপিএম নেতাকে। প্রায় ঘণ্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ পর্ব। আগামীকাল, বুধবার ফের তলব করা হয়েছে তন্ময়কে।
এদিকে রবিবার থানা থেকে বরানগরে নিজের বাড়িতে সাংবাদিক বৈঠক করেছিলেন তন্ময়। শ্লীলতাহানির অভিযোগের পাল্টা যুক্তি দিতে গিয়ে তিনি বলেছিলেন, 'সম্ভবত আমি যা দেখেছি, ভদ্রমহিলার ওজন ৪০ কেজির বেশি নয়। আমার ওজন ৮৩ কেজি। ৮৩ কেজি ওজনের একটি পুরুষ মানুষ যদি ৪০ কেজি ওজনের মহিলার কোলে বসে পড়েন, তাহলে কি সে মহিলা শারীরিক দিক থেকে সুস্থ থাকেন? আমি জানি না। আমি কোনওদিন বসিনি ৪০ কেজির মহিলার কোলের উপরে'। যা নিয়ে বিতর্ক তৈরি হয়।
এদিন তন্ময় বলেন, 'এই মন্তব্যটা প্রাথমিকভাবে আমার স্ত্রী করেছিলেন, পরে এটা ঠিক সাংবাদিক সম্মেলনে আমি এটা রিপিট করেছি। যদি এই মন্তব্য কাউকে আঘাত দিয়ে থাকে, তাহলে নিশ্চয়ই তার জন্য আমার কোনও আপত্তি নেই'।
এর আগে, রবিবার দুপুরে ফেসবুকে লাইভে আসেন এক মহিলা সাংবাদিক। অভিযোগ করেন, সকালে তন্ময়ের সাক্ষাত্কার নিতে গিয়েছিলেন, সেই সময় সিপিএম নেতা তাঁর কোলে পড়েন! তাঁর দাবি, এর আগেও নানা ভাবে তন্ময় তাঁর সঙ্গে 'অন্যরকম' ব্যবহার করেছেন। কিন্তু আজ সমস্ত সীমা ছাড়িয়ে গিয়েছেন। বরানগর থানায় অভিযোগও দায়ের করেছেন ওই মহিলা সাংবাদিক।