• হাওড়ায় তৃণমূল কর্মী খুনে গ্রেফতার ৬, উত্তরপ্রদেশে গা ঢাকা দিয়েছিল এক দুষ্কৃতী
    হিন্দুস্তান টাইমস | ৩০ অক্টোবর ২০২৪
  • হাওড়ার শিবপুরে খুন করা হয়েছিল তৃণমূল কর্মীকে। এবার সেই খুনের ঘটনার তদন্তে নেমে বড় সাফল্য পেল হাওড়া সিটি পুলিশ। এই ঘটনায় পুলিশ সব মিলিয়ে ৬জনকে গ্রেফতার করেছে বলে খবর। তবে প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে নিজেদের মধ্যে শত্রুতার জেরে এই কাণ্ড ঘটানো হয়েছে। 

    ধৃতদের কাছ থেকে পুলিশ একাধিক আগ্নেয়াস্ত্র, একটি স্কুটি ও একটি বাইক উদ্ধার করেছে। এলাকার সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ মহম্মদ দানিশ ও মহম্মদ ফৈয়াজ নামে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করেছে। তাদের জেরা করেই পুলিশ অন্য়ান্যদের সম্পর্কে খোঁজ পায়। 

     হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছিলেন,ঘটনার পরেই কলকাতা পুলিশকে সতর্ক করা হয়। সেই রাতেই কলকাতা পুলিশের একটি টিম ঘটকপুকুরে একটি সন্দেহভাজন স্কুটিকে তাড়া করে। তারা স্কুটি ফেলে পালিয়ে যায়। পুলিশ এরপর খুনের সময় যে স্কুটিটি ব্যবহার করা হয়েছে সেটাকেও বাজেয়াপ্ত করেছে। এদিকে এক দুষ্কৃতী ঘটনার পরে উত্তরপ্রদেশে পালিয়ে গিয়েছিল। তাকেও পুলিশ গ্রেফতার করেছে। তার নাম আফতাব। গাজিপুর, আজিমগড়, বরাবাকি এলাকায় পুলিশের টিম গিয়েছিল। এরপর পুলিশ তার সন্ধান পায়। 

    সূত্রের খবর, আব্দুল কাদির নামে এক যুবক চায়ের দোকানে বসেছিলেন। সেই সময় কয়েকজন দুষ্কৃতী এসে গুলি করেছিল। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়েছিল। 
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)