পুজোয় গার্ডেনরিচ সহ কোন জেলায় মণ্ডপে দুষ্কৃতী হামলা, DG-র রিপোর্ট তলব আদালতের
হিন্দুস্তান টাইমস | ৩০ অক্টোবর ২০২৪
দুর্গাপুজোর সময় গার্ডেনরিচের একটি পুজো মণ্ডপে দুষ্কৃতীদের হামলার চেষ্টার ঘটনায় পুলিশের কাছে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্ট। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটি ভিডিয়ো পোস্টে গার্ডেনরিচের ওই পুজো মণ্ডপে হামলা চালানোর চেষ্টার অভিযোগ তুলে সরব হয়েছিলেন। সেই ঘটনায় পুজো কমিটির তরফে অভিযোগও জানানো হয়েছিল। পরে এনিয়ে মামলা হয় কলকাতা হাইকোর্টে। সেই সংক্রান্ত মামলাতেই রাজ্য পুলিশের ডিজির কাছে রিপোর্ট তলব করেছে উচ্চ আদালত।
এবারের দুর্গাপুজোয় অষ্টমীর বিকেলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন। ভিডিয়োতে দাবি করা হয়, মুসলিম অধ্যুষিত গার্ডেনরিচে দুর্গাপুজো বন্ধ করতে মণ্ডপে হামলার চেষ্টার ঘটনা ঘটেছে। মণ্ডপের প্রতিমা ও প্যান্ডেল ভাঙার হুমকি দেওয়া হয়েছে। ভিডিয়োতে ফেজ টুপি পরে কয়েকজন যুবককেও প্যান্ডেলে ধাক্কাধাক্কি করতে দেখা যায়। যদিও পুজো কমিটির তরফে তাদের বোঝানোর চেষ্টা করা হয়। সেই ঘটনার পরেই নিউ বেঙ্গল স্পোর্টিং ক্লাব নামে ওই পুজো কমিটির তরফে গার্ডেনরিচ থানায় অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগ অনুযায়ী, ১১ অক্টোবর দুপুরে প্রায় ৫০ থেকে ৬০ জন অন্য সম্প্রদায়ের যুবক মণ্ডপে গিয়ে হুমকি দেয়। তারা মাইক এবং গান বন্ধ করতে বলে। এমনকী মহিলা এবং ক্লাবের সদস্যদের ধাক্কাধাক্কি করা এবং আশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয় বলেও অভিযোগ। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানায় ক্লাব কর্তৃপক্ষ।
পরে এ নিয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয় বিশ্ব হিন্দু পরিষদ। মামলায় ১১ অক্টোবরের ঘটনার তদন্তভার এনআইএকে দেওয়ার দাবি জানায় বিশ্ব হিন্দু পরিষদ। মামলায় আরও দাবি করা হয়, গার্ডেনরিচ ছাড়াও কোচবিহার, হাওড়া, নদিয়াতেও এই ধরনের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে ওঠে মামলাটি। সেই সংক্রান্ত মামলাতেই হাইকোর্ট নির্দেশ দিয়েছে পুজোর সময় রাজ্যের বিভিন্ন জেলায় কতগুলি হামলার ঘটনা ঘটেছে? কোথায় হয়েছে? পুলিশ কী পদক্ষেপ করেছে? তা নিয়ে রিপোর্ট দিতে হবে। এ বিষয়ে পুলিশ সুপার এবং কমিশনাররা ডিজিকে রিপোর্ট দেবেন আগামী ১১ নভেম্বরের মধ্যে। সেই রিপোর্ট থেকে নিজে একটি রিপোর্ট তৈরি করে কলকাতা হাইকোর্টের জমা দেবেন ডিজি। আগামী ১৪ নভেম্বরের মধ্যে সেই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।