• আবাসনে দুর্ঘটনা, লিফটের জায়গা থেকে পড়ে গুরুতর আহত শিশু!
    ২৪ ঘন্টা | ৩০ অক্টোবর ২০২৪
  • রণয় তেওয়ারি: ৫ ফুট গভীর। তাতে আবার জল জমে রয়েছে! লিফটের জায়গা থেকে পড়ে গেল শিশু। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি সে। কীভাবে দুর্ঘটনা? তদন্তে নেমেছে পুলিস। চাঞ্চল্য তপসিয়ায়।

    জানা গিয়েছে, শিশুর নাম গুড্ডু। বয়স মোটে ৫ বছর। বাড়ি, কেষ্টপুরে। তপসিয়া থানার হিঙ্গন জমাদার লেনে মামার বাড়ির এসেছিস সে। এলাকার চার তলা একটি আবাসনের দোতলায় তার দিদার ফ্ল্যাট। আবাসনে লিফটের জন্য জায়গা নির্দিষ্ট করা রয়েছে। অথচ লিফট তৈরি হয়নি এখনও! আর তাতেই ঘটল বিপত্তি।

    মা তখন বাজারে। আজ, মঙ্গলবার বিকেল থেকে গুড্ডুর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। কোথায় গেল? শিশুটির দিদা জানিয়েছেন, ফ্ল্যাটে আশেপাশে, ছাদে, এমনকী প্রতিবেশীদের বাড়িতে খোঁজ করেন তিনি। শেষে দেখা যায়, আবাসনে লিফট তৈরির জন্য জায়গাটি রয়েছে, সেখানেই জমা জলে পড়ে আছে শিশুটি। তড়িঘড়ি উদ্ধার করে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।  

    ঘটনাস্থলে গিয়ে দেখা গেল, লিফ্ট তৈরির জায়গা দুটো রড লাগানো রয়েছে। ওই রড দুটি ধরে ঝুলতে পারে যেকোন শিশুই। গুড্ডুকেও কি ঝুলছিল? ঝুলতে গিয়ে হয়তোই নিচে পড়ে যায় সে।  আবার কেউ কেউ বলছে, ফ্ল্যাটের নিচে খেলতে খেলতে লিফ্টের জায়গা থেকে পড়ে যেতে পারে শিশুটি।

  • Link to this news (২৪ ঘন্টা)