বিজেপি বিধায়কের দাবি মেনে ব্যারাজ পরিদর্শন, সংস্কারের প্রশ্নে নীরব কেন্দ্রীয়মন্ত্রী
বর্তমান | ৩০ অক্টোবর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, আসানসোল ও সংবাদদাতা, দুর্গাপুর: কেন্দ্রীয় মন্ত্রীর পরিদর্শনই সার। দুর্গাপুর ব্যারাজ সংস্কার নিয়ে কোনও প্রতিশ্রুতি মিলল না। মঙ্গলবারই বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুইয়ের আর্জি মেনে দুর্গাপুর ব্যারাজ পরিদর্শন করেন কেন্দ্রের জলসম্পদ মন্ত্রকের প্রতিমন্ত্রী রাজভূষণ চৌধুরী। বিজেপি বিধায়ক লিখিত ভাবে কেন্দ্রীয় মন্ত্রীকে দুর্গাপুর ব্যারাজে জমে থাকা পলি তুলে সংস্কারের দাবি জানিয়েছিলেন। কিন্তু, মন্ত্রী তাঁকে কোনওরকম প্রতিশ্রুতি দিলেন না। তিনি শুধু বললেন, ‘ব্যারাজের ভালোর জন্য যা প্রয়োজন, তা নিয়ে দিল্লিতে আলোচনা করব।’ মন্ত্রীর কাছে সাংবাদিকরা জানতে চেয়েছিলেন, তা হলে কিএবার ব্যারাজ সংস্কার হবে? পলি তুলতে কি উদ্যোগ নেবেন? বাংলার বন্যা রোধে কি ঝাড়খণ্ডের বলপাহাড়ি বাঁধ নির্মাণে সচেষ্ট হবে জলসম্পদ মন্ত্রক? এই সব প্রশ্নের কোনও সদুত্তর দেননি মন্ত্রী। স্বভাবতই, বিজেপি বিধায়কদের উদ্যোগকে তুলোধনা করেছে রাজ্যের শাসক দল তৃণমূল। তাদের কটাক্ষ, বিধানসভা, লোকসভা ভোটের আগেই কেন্দ্রীয় মন্ত্রীকে দিয়ে ব্যারাজ পরিদর্শন করিয়ে ভোট রাজনীতি করে বিজেপি। এবারও সেটা করতে গিয়ে মুখ পুড়ল।
দেশজুড়ে রোজগার মেলার আয়োজন করা হয়েছিল। দুর্গাপুর এনআইটিতেও তার একটি অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠানেই অংশ নিতে এসেছিলেন রাজভূষণ চৌধুরী। সেখানে ১৮৪ জনের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। তারপরই স্থানীয় বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ুইকে নিয়ে দুর্গাপুর ব্যারাজ পরিদর্শনে যান কেন্দ্রীয় মন্ত্রী।
দুর্গাপুর ব্যারাজের নাব্যতা কমে যাওয়া বড় ইস্যু। একদিকে, পলি জমে মাইথন ও পাঞ্চেত জলাধারের নাব্যতা কমে গিয়েছে। একই অবস্থা দুর্গাপুর ব্যারাজেরও। যার জেরে জলধারণ ক্ষমতা অনেক কমে গিয়েছে। এই অবস্থায় রাজ্যের তরফে বার বার বাঁধগুলি থেকে পলি তোলার দাবি জানানো হলেও কাজের কাজ কিছুই হয়নি। এরআগেও তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী উমা ভারতী দুর্গাপুর ব্যারাজে নৌকা বিহার করে নাব্যতা বাড়ানো প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। এদিন তো রাজভূষণ সেই প্রতিশ্রুতিটুকুও দিলেন না। আক্ষেপ এলাকাবাসীর।যদিও বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই বলেন, ‘মন্ত্রী দিল্লিতে গিয়ে আলোচনা করবেন বলে জানিয়েছে। আমরা আশাবাদী সমস্যার সমাধান হবে।’