• দুর্গাপুরের ধাণ্ডাবাগ একতা সঙ্ঘের মূল আকর্ষণ কাঠের কালী প্রতিমা
    বর্তমান | ৩০ অক্টোবর ২০২৪
  • সংবাদদাতা, দুর্গাপুর: কাঠের কালী প্রতিমা গড়ে এবার চমক দিতে চলেছে ধাণ্ডাবাগ একতা সঙ্ঘ শ্যামাপুজো কমিটি। তাদের এবারের থিম ‘দারুময়ী প্রতিমা’। অর্থাৎ কাষ্ঠনির্মিত কালী প্রতিমা। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের স্বর্ণপদক প্রাপ্ত শিল্পী ওই অভিনব প্রতিমা গড়ে তুলছেন। আকর্ষণীয় প্রতিমার পাশাপাশি কারুকার্যে ভরা মণ্ডপও নজর কাড়বে দর্শনার্থীদের, আশাবাদী উদ্যোক্তারা।কমিটির যুগ্ম সম্পাদক বিজয় স্বর্ণকার ও সমর কর্মকার বলেন, আমাদের পুজো এবার ৩৭তম বর্ষে পদার্পণ করল। পুজোর বাজেট প্রায় সাড়ে তিন লক্ষ টাকা। কারুকার্যময় আমাদের মণ্ডপের উচ্চতা প্রায় ৫০ফুট। মণ্ডপের পাশাপাশি কালী প্রতিমা মূল আকর্ষণ। দুর্গাপুরের নামী শিল্পী সোমনাথ অধিকারী আমাদের প্রতিমা গড়েছেন। এছাড়াও আধুনিক আলোয় মণ্ডপ সহ চারদিক সাজানো হচ্ছে। শিল্পী সোমনাথবাবু বলেন, প্রতিমা নির্মাণে গামার গাছের একটিই গুঁড়ি ব্যবহার করা হয়েছে। সাত ফুট উচ্চতা ও চার ফুট চওড়া ওই গুঁড়ির উপর খোদাই করে প্রতিমার রূপ দেওয়া হয়েছে।কমিটির যুগ্ম সভাপতি নিমাইচন্দ্র মণ্ডল ও আশিস সেন বলেন, পুজোর দু’দিন সাংস্কৃতিক ও নৃত্যানুষ্ঠান রয়েছে। এলাকাবাসীর জন্য খিচুড়ি ভোগ বিতরণ করা হয়। মণ্ডপে দর্শনার্থীদের জন্য সেলফি জোন থাকছে। পুজোকে কেন্দ্র করে মণ্ডপ চত্বরে একটি ছোটখাট মেলা বসে। অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। কমিটির সদস্যরা সারা বছর নানা সমাজকল্যাণমূলক কাজে যুক্ত থাকেন। বড় ফুটবল টুর্নামেন্ট করা হয়।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)