• ইংলিশবাজারে পল্লিশ্রী ৮৬’র এবারের থিম ‘মাতৃশক্তি’
    বর্তমান | ৩০ অক্টোবর ২০২৪
  • সন্দীপন দত্ত, মালদহ: ইংলিশবাজার শহরের রামকৃষ্ণ পল্লির ‘পল্লিশ্রী ৮৬’ কালীপুজোর এবার ৩৯ তম বর্ষ। শহরের বিগ বাজেটের কয়েকটি কালীপুজোর মধ্যে পল্লিশ্রী ৮৬ অন্যতম। এবছর তাঁদের থিম ভাবনায় রয়েছে ‘মাতৃশক্তি’। পুজোর বাজেট প্রায় ১০ লক্ষ টাকা।

    উদ্যোক্তারা জানান, ৩০ অক্টোবর বসে আঁকো প্রতিযোগিতার মাধ্যমে শুরু হবে পল্লিশ্রী ৮৬’র শ্যামাপুজো উদযাপন। ৩১ অক্টোবর আনুষ্ঠানিকভাবে পুজো মণ্ডপের উদ্বোধন করা হবে। ৩ নভেম্বর পর্যন্ত নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পুজোর শেষ দিন অর্থাৎ ৩ নভেম্বর বড় আকারের সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছেন উদ্যোক্তারা। তাঁরা জানান, পল্লীশ্রী ৮৬’তে বুধবার সকাল ১১টা থেকে চারটি বিভাগে অঙ্কন প্রতিযোগিতা শুরু হবে। যেখানে বিভিন্ন চ্যানেলের রিয়েলিটি শোয়ে অংশগ্রহণকারী সঙ্গীতশিল্পীরা গান করবেন। ক্লাবের সভাপতি উত্তম বসাক বলেন, মণ্ডপের ভিতর বিভিন্ন ধরনের পুতুলের ব্যবহার করে মাতৃশক্তিকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। এবছর উল, সুতো এবং কাঠি দিয়ে নানা কারুকার্য ফুটিয়ে তোলা হবে।  বালুরঘাটের ডেকরেটার ও আলোকসজ্জা। প্রতিমাতেও আধুনিকতার ছোঁয়া থাকবে। 

    মঙ্গলবার মণ্ডপে চলছিল শেষ মুহূর্তের প্রস্তুতি। যুদ্ধকালীন তৎপরতায় চলছে খুঁটিনাটি কাজ। বাইরে এবং ভিতরের কাজ প্রায় শেষের পথে। আলোকসজ্জার কাজও প্রায় হয়ে এসেছে। ফলে চরম ব্যস্ততা ক্লাব সদস্যদের।
  • Link to this news (বর্তমান)