• ইসলামপুর রবীন্দ্র স্পোর্টিংয়ের শ্যামাপুজোয় থিম ‘ফুলের দেশ’
    বর্তমান | ৩০ অক্টোবর ২০২৪
  • কাজল মণ্ডল, ইসলামপুর: রাধাকৃষ্ণের লীলাক্ষেত্র বৃন্দাবন যুগল চরণ স্পর্শে কুসুম কাননে পরিণত হয়েছিল। যুগলের দর্শনে ফুলে ফুলে সেজে উঠেছিল বৃন্দাবন ধাম। তেমনই এক টুকরো দৃশ্য এবার ইসলামপুরের রবীন্দ্র স্পোর্টিং ক্লাবের মণ্ডপে দেখা যাবে। এবার তাদের থিম ‘ফুলের দেশ’। প্রতি বছর নতুন নতুন ভাবনায় মণ্ডপ সাজিয়ে দর্শনার্থীদের মন জয় করে নেন ক্লাবের সদস্যরা। এবারও অন্যথা হবে না বলে দাবি উদ্যোক্তাদের।

    তাঁরা জানিয়েছেন, ভগবান শ্রীকৃষ্ণের লীলাভূমির কথা ভাবতেই মনের এক কোণে ভেসে ওঠে নানা প্রজাতির ফুলে ভরা একটি জায়গা। যেখানে শুধুই সুখ ও শান্তির শান্ত পরিবেশ। যেন ভগবান খেলা করছেন। এবার ফুলের দেশ থিমের মণ্ডপে প্রবেশ করার পর দর্শনার্থীদেরও একই অনুভূতি হবে।

    রবীন্দ্রপল্লী মোড়ে কোর্ট ময়দানের এক কোণে মণ্ডপ তৈরি করে পুজো করেন উদ্যোক্তারা। এবার ২৭ তম বর্ষ। কমিটির সভাপতি চিরঞ্জিৎ দেবনাথ বলেন, এবারও আমাদের পুজো দর্শনার্থীদের কাছে অন্যতম আকর্ষণ হবে। মণ্ডপে প্রবেশ করলে প্রথমে থাকছে সেলফি জোন। মূল মণ্ডপে প্রবেশপথে দুই জোড়া রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে। ভিতরে চারদিকে শুধু ফুল আর ফুল। দর্শনার্থীদের মনে হবে ফুলের দেশে চলে এসেছেন তাঁরা। সেখানে দেবী কালীর দর্শন করে বাইরে বেরিয়ে আসবেন দর্শনার্থীরা।

    রাস্তায় আলোকসজ্জা করে বিশাল গেট করা হচ্ছে। মণ্ডপের কাজ শেষ হওয়ার পর চলছে শেষমুহূর্তে সবকিছু একবার মিলিয়ে নেওয়া। নাওয়া খাওয়া ভুলে সে কাজেই ঝাঁপিয়েছেন সকলে। মণ্ডপের কাজ,আমন্ত্রণ জানানোর পাশাপাশি অনেকে চাঁদা আদায় করতেও ছুটছেন।
  • Link to this news (বর্তমান)