কালীপুজোয় কৈলাস পর্বতের দেখা মিলবে নিউ উজ্জ্বল সঙ্ঘে
বর্তমান | ৩০ অক্টোবর ২০২৪
টোটোন বর্মান, শীতলকুচি: কালীপুজোয় এ বছর নজর কাড়বে শীতলকুচি পূর্বপাড়া সারদাপল্লির নিউ উজ্জ্বল সঙ্ঘ। প্রত্যেক বছর নিত্যনতুন থিম উপস্থাপন করে চমকে দেন পুজো উদ্যোক্তারা। এ বছর কৈলাস পর্বতের আদলে মণ্ডপ তৈরি করা হচ্ছে। মণ্ডপ তৈরি থেকে থিম, সবকিছুই নিজেদের ভাবনায় ফুটিয়ে তুলছেন ক্লাবের সদস্যরা।
পুজো উদ্যোক্তারা জানিয়েছেন, এ বছর তাঁদের পুজো ২৫ তম বর্ষে পদার্পণ করল। বিগত বছরগুলির মতোই এবারও পুজো মণ্ডপ ও থিম তৈরি করছেন কমিটির সদস্যরাই। ক্লাবের সভাপতি উজ্জ্বল দাস, সম্পাদক শ্যামল বর্মন ও কোষাধ্যক্ষর দায়িত্বে আছেন উত্তম বর্মন। সুশান্ত দাস, গৌতম বর্মন, সুজন বর্মন, আশিস দাস, অর্জুন দাস, কাঞ্চন দাস, তপন বর্মন সহ ক্লাবের অন্যান্য সদস্যরা সকলে মিলে মিটিং করে থিম তৈরি করেছেন। ক্লাব সদস্য গৌতম বর্মন বলেন, পুজোর একমাস আগে থেকেই আমাদের প্রস্তুতি শুরু হয়েছে। বাঁশ, চট, পাঠকাঠি, বিভিন্ন ধরনের রং দিয়ে মণ্ডপ তৈরি করা হচ্ছে। দর্শনার্থীদের চমক দিতে আমরা সমস্তরকম প্রস্তুতি নিয়েছি। ক্লাব সভাপতি জানান, এ বছর তাঁদের পুজোর বাজেট তিন লক্ষ টাকা। প্রতি বছরই এই পুজো দেখতে শীতলকুচি ব্লকের পাশপাশি আশপাশের গ্রাম থেকেও বহু দর্শনার্থী আসেন। আশা করা হচ্ছে, এ বছরও নিউ উজ্জ্বল সঙ্ঘের কালীপুজো সকলের মনজয় করে নেবে। নিজস্ব চিত্র।