মহিলা পুরোহিত দিয়ে কালীপুজোর আয়োজন দেশবন্ধুপাড়ার ঐক্যতানে
বর্তমান | ৩০ অক্টোবর ২০২৪
প্রকৃতিরঞ্জন সরকার, শিলিগুড়ি: শিলিগুড়ির দেশবন্ধুপাড়ার দাদাভাই স্পোর্টিং ক্লাবের মাঠ সংলগ্ন ঐক্যতানের কালীপুজোয় প্রতিবছরই চমক থাকে। এবছরও তার ব্যতিক্রম হচ্ছে না। তবে এবার অন্যতম চমক থাকছে পুরোহিতের ক্ষেত্রে। মহিলা পুরোহিত দিয়ে পুজো করা হচ্ছে। উদ্যোক্তারা জানিয়েছেন, সচরাচর মহিলা পুরোহিত দিয়ে কালীপুজো করতে দেখা যায় না। কিন্তু বর্তমান সময়ে পুরুষের সমান্তরালে মেয়েরাও স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত। আমাদের চারপাশে এমন নারীর সংখ্যা অনেক। পুজোর জোগাড়ের কাজ সাধারণত মেয়েরাই করেন। তাহলে পৌরহিত্যের ক্ষেত্রেইবা তাঁরা পিছিয়ে থাকবেন কেন। সেই ভাবনা থেকেই এবার মহিলা পুরোহিত দিয়ে পুজো করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিমা এখানে সাবেকি। হোগলাপাতা, বাঁশ, কাঠ সহ পরিবেশবান্ধব বিভিন্ন উপকরণ দিয়ে অনিন্দ্যসুন্দর মণ্ডপ গড়ছেন জলপাইগুড়ির শিল্পী বিজয় রায়।
ঐক্যতানের কালীপুজো কমিটির সম্পাদক সুবীর সরকার ও কোষাধ্যক্ষ অরিজিৎ নন্দী বলেন, কয়েক বছর আগে আমরা বন্ধুরা মিলে প্রথম কালীপুজো শুরু করি। পুজোর পাশাপাশি সারাবছরই আমরা সমাজসেবামূলক কাজ করে থাকি। কালীপুজোকে ঘিরে এবারও বসে আঁকো প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সমাজসেবামূলক কাজ করা হবে। এবার আমাদের পুজোর পুরোহিত হিসেবে থাকছেন শিলিগুড়িরই বাসিন্দা তনুশ্রী চক্রবর্তী। অন্যসব পুজোয় পুরোহিত হিসেবে দায়িত্ব পালন করলেও এবারই প্রথম তিনি কালীপুজো করবেন। বর্তমান সময়ে নারীদের প্রতি শ্রদ্ধা জানাতেই আমাদের এই উদ্যোগ। আমরা চাই সমাজে বেশি করে নারীর ক্ষমতায়ায়ন, সমানাধিকার ও সম্মান। তাহলেই সমাজে নারীঘটিত অপরাধ কমবে। এই ভাবনা থেকেই আমাদের এবারের আয়োজন।
পুজো কমিটির সাংস্কৃতিক সম্পাদক পার্থ দেবনাথ ও সদস্য জয়ন্ত সাহা এবং ধীমান চক্রবর্তী বলেন, বুধবার সন্ধ্যায় পুজোর উদ্বোধন হবে। শুক্রবার সকালে সর্বসাধারণকে খিচুড়ি প্রসাদ বিতরণ করা হবে। এছাড়া সংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন থাকছে।