সংবাদদাতা, ফালাকাটা: দুর্গাপুজোর ধারা বজায় রেখেই বিগ বাজেটের শ্যামাপুজো হচ্ছে ফালাকাটায়। দর্শনার্থীরাও মুখিয়ে রয়েছেন ফালাকাটায় বিগ বাজেটের শ্যামাপুজো দেখার জন্য। থিম ও মণ্ডপে কড়া টক্কর ক্লাবগুলির মধ্যে। সেজন্য চলছে শেষ মুহূর্তে চরম ব্যস্ততা। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ফালাকাটা শহর ও গ্রামীণ এলাকা মিলিয়ে ১১০০-এর উপরে পুজো হতে চলেছের। যার মধ্যে ৩২টি থিম পুজো হবে।
শহরের মহাকালবাড়ি প্রাঙ্গণে পুজো করে হাটখোলা ইউনিট। এবারে তাদের ৩৪বর্ষ শ্যামাপুজো। কমিটির সম্পাদক বাপন গোপ বলেন, এবারে আমাদের বিশেষ আকর্ষণ থাকছে হংসরাজ। প্রায় ২০লক্ষ টাকা খরচ করে আমরা এই প্যান্ডেল তৈরি করছি। ফালাকাটার মধ্যে আমাদের পুজোই সেরা হবে বলে বিশ্বাস।
শহরের অন্যতম বিগ বাজেটের পুজোকে কেন্দ্র করে মেলার আয়োজন করা হয়। তরুণ দলের এবার ৬৫তম পুজো। তরুণ দল শ্যামাপুজা কমিটির যুগ্ম সম্পাদক কুশল গুহরায় এবং সুশান্ত সেন বলেন, এবার আমাদের থিম ‘যে যেখানে দাঁড়িয়ে’, সমাজের বাস্তব বিষয় আমরা তুলে ধরব। এবার আমাদের থিমই আমাদের চমক।
৫২তম বর্ষে শহরের থানারোডের উদয় সঙ্ঘের কালীপুজোর থিম ভৌতিক বাংলো। পুজো কমিটির কার্যকর্তা পিনাকী রায় বলেন, এবার আমাদের থিম ভৌতিক বাংলো। ফালাকাটার মানুষকে নতুনত্ব উপহার দেব।
ফালাকাটা সুভাষপল্লি ইউনিটের কালীপুজো কমিটির অন্যতম কর্তা সুরজিত্ সাহা বলেন, এবার ৫৫তম বর্ষে আমাদের থিম সুবর্ণভূমি। শহরের ধূপগুড়ি মোড়ের অন্যতম বিগ বাজেটের পুজোর আয়োজন করে ভেনাস ক্লাব। তাদের পুজোর এবার ৪৭বছর। এছাড়াও ফালাকাটার কাঁচামাল ব্যবসায়ী সমিতি, সুভাষ কলোনি, গোপনগর, কৃষক বাজার, ফালাকাটা থানা সহ ফালাকাটা শহরে ৭-৮টি বিগবাজেটের পুজো আছে। দুর্গাপুজোর মতো কালীপুজো নিয়ে এখন থেকে মাতামাতি ফালাকাটায়।
বাসিন্দারাও দুর্গাপুজোর মতো কালীপুজোর থিম প্যান্ডেল দেখার অপেক্ষায় আছেন। থানার আইসি সমিত তালুকদার বলেন, পুজো কমিটিগুলির সঙ্গে আলোচনা হয়েছে। সমস্ত রকম সরকারি নির্দেশিকা জারি করা হয়েছে। ফালাকাটার ভেনাস ক্লাবের মণ্ডপ। - নিজস্ব চিত্র।