ই-রিকশ ও অটোচালকদের মধ্যে মারপিট পঞ্চানন মোড়ে, জখম এক
বর্তমান | ৩০ অক্টোবর ২০২৪
সংবাদদাতা, মাথাভাঙা: মাথাভাঙার পঞ্চানন মোড়ে অটো এবং ই-রিকশ চালকদের হাতাহাতিতে মঙ্গলবার সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। গুরুতর আহত হয়ে একজন ই-রিকশ চালক মাথাভাঙা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় জড়িত এক অটোচালককে পুলিস আটক করেছে। যদিও অটোচালকদের দাবি, ই-রিকশ চালকরাই তাঁদের মারধর করেছে।
প্রসঙ্গত, মাথাভাঙায় এর আগেও একাধিকবার ই-রিকশ চালক ও অটোচালকদের মধ্যে মারপিটের ঘটনা ঘটেছে। ঝামেলা মেটাতে মহকুমা প্রশাসন ও পরিবহণ দপ্তর আগে একাধিকবার দু’পক্ষকে নিয়ে বৈঠকও করেছে। কিন্তু তারপরও অটোচালক ও ই-রিকশ চালকরা মাঝেমধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়ছেন। সোমবার অটো ও ই-রিকশ চালকরাদের নিয়ে বৈঠক করেছিল পরিবহণ দপ্তর। সেখানে দু’পক্ষকে ঝামেলা না করতে নির্দেশ দেওয়া হলেও ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই মারপিটে জড়িয়ে পড়েন অটো ও ই-রিকশ চালকরা।
এ ব্যাপারে ই-রিকশ চালক হদমিদুল মিয়াঁ বলেন, এদিন আমাদের ই-রিকশ চালক বিষ্ণু বর্মন জটামারি থেকে রওনা হন। সেখানে তাঁকে যাত্রী তুলতে বাধা দেয় অটোচালকরা। পরে পঞ্চানন মোড়ে এসে বিষ্ণুকে আবারও আটকানো হয়। মাথাভাঙা শহর থেকে অটোচালকদের নিয়ে গিয়ে পঞ্চানন মোড়ে তাঁকে মারধর করা হয়েছে। ওঁর মাথা ফেটে গিয়েছে। আমরা ই-রিকশ নিয়ে রাস্তায় বের হলে এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।
রক্তাক্ত অবস্থায় হাসপাতালের বেডে শুয়ে বিষ্ণু বর্মন বলেন, জটামারিতে যাত্রী তুলছিলাম, সেই সময়ে বাধা দেওয়া হয়। পরে পঞ্চানন মোড়ে আমার গাড়ি আটকায় অটোচালকরা। পরে মাথাভাঙা থেকে আরও কয়েকজন অটোচালক এসে আমাকে মারধর করে। ওরা পাথর দিয়ে আমার মাথায় আঘাত করে। তাতে মাথা ফেটে যায়।
অন্যদিকে, অটো ইউনিয়নের পক্ষে কাজল দে বলেন, এদিন একজন ই-রিকশ চালককের সঙ্গে জটামারিতে আমাদের একজন অটোচালকের বচসা হয়। পরে পঞ্চানন মোড়ে ই-রিকশ চালকরা আচমকাই আমাদের অটোচালকদের দিকে তেড়ে আসে। গায়েও হাত দেয়। পুলিস এসে আমাদের একজন অটোচালককে আটক করে থানায় নিয়ে যায়। তাঁকেও মারধর করেছে ই-রিকশ চালকরা। শুনেছি, একজন ই-রিকশ চালক জখম হয়েছেন। আমরা ঝামেলা চাইছি না। ই-রিকশ চালকরাই ঝামেলা করছে।
মাথাভাঙার মহকুমা পুলিস আধিকারিক সমরেন হালদার বলেন, অটো ও ই-রিকশ চালকদের মধ্যে ঝামেলা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে। যদিও লিখিত কোনও অভিযোগ কোনও পক্ষ থেকেই জমা পড়েনি। অভিযোগ এলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। নিজস্ব চিত্র।