• অমিত শাহের বিরুদ্ধে আদর্শ আচরণ বিধি ভঙ্গের অভিযোগ আনল তৃণমূল
    বর্তমান | ৩০ অক্টোবর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ১৩ নভেম্বর রাজ্যের ৬টি বিধানসভা আসনে উপনির্বাচন। এই অবস্থায় রাজ্যে এসে সরকারি অনুষ্ঠান থেকে ভোট প্রচার করে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওই ঘটনা নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানাল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি চিঠি দিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে। চিঠিতে সুব্রত কমিশনকে জানিয়েছেন, সরকারি অনুষ্ঠানকে পুরোদস্তুর ভোট প্রচারে ব্যবহার করেছেন অমিত শাহ। ওই অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে শোকজ করারও দাবি জানানো হয়েছে।   

    প্রসঙ্গত, ২৭ অক্টোবর উত্তর ২৪ পরগনার পেট্রাপোল সীমান্তে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেন অমিত শাহ। সেখানে ছিলেন বিএসএফ কর্তারা এবং বিভিন্ন মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিকরা। অনুষ্ঠানটিকে কেন্দ্র করে ছিল ভারত-বাংলাদেশের মৈত্রীর সম্পর্ক। এমন একটি আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ অনুষ্ঠানকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছেন বলে অভিযোগ করেছে তৃণমূল। তৃণমূলের বক্তব্য, ওই অনুষ্ঠান থেকেই অমিত শাহ ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বাংলায় পরিবর্তনের ডাক দিয়েছেন। অনুষ্ঠানস্থল উত্তর ২৪ পরগনা জেলার অন্তর্ভুক্ত। ওই জেলার মধ্যে নৈহাটি ও হাড়োয়া বিধানসভা আসনে উপনির্বাচন হচ্ছে। সেখানে কার্যকর রয়েছে নির্বাচনের আদর্শ আচরণবিধি। অতএব, সরকারি অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অমন রাজনৈতিক বক্তব্য পেশ আদর্শ আচরণবিধি ভঙ্গেরই শামিল। এই বিষয়ে তৃণমূলের সহসভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, ‘অমিত শাহের বিরুদ্ধে যে অভিযোগ জমা দেওয়া হয়েছে, তা খতিয়ে দেখুক নির্বাচন কমিশন। তাদের তরফে এই ব্যাপারে যথাযথ পদক্ষেপও করতে হবে।’   
  • Link to this news (বর্তমান)