• শিশুদের হেপাটাইটিস বি সংক্রমণ রোধে সফল রাজ্য, জাতীয় সমীক্ষায় প্রকাশ
    বর্তমান | ৩০ অক্টোবর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শিশুদের মধ্যে হেপাটাইটিস বি রোগ সংক্রমণ প্রতিরোধে রাজ্য সরকারের সাফল্য ঩চিহ্নিত হল জাতীয় পর্যায়ের সমীক্ষায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায় মঙ্গলবার সামাজিক মাধ্যমে এই সংক্রান্ত বার্তা দিয়েছেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ২০২২ সাল থেকে রাজ্য সরকার প্রসূতি মা ও সদ্যোজাত শিশুদের মধ্যে হেপাটাইটিস বি প্রতিরোধে টিকাকরণ কর্মসূচি শুরু করে। ন্যাশনাল ভাইরাল হেপাটাইটিস কন্ট্রোল প্রোগ্রামে ৫ বছরের কম বয়সি শিশুদের মধ্যে হেপাটাইটিস বি সংক্রমণ নিয়ে সম্প্রতি একটি সমীক্ষা করা হয়। দেশের মধ্যে প্রথমবার এই সমীক্ষায় দেখা গিয়েছে, পশ্চিমবঙ্গের ফল খুবই ভালো। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী, সংক্রমণের হার ০.১ শতাংশের কম থাকা বাঞ্ছনীয়। সেখানে পশ্চিমবঙ্গে সংক্রমণের হার তার চেয়েও অনেক কম (০.০৭ শতাংশ)। মুখ্যমন্ত্রী বলেছেন, এটা রাজ্যে হেপাটাইটিস বি সংক্রমণ প্রতিরোধে সার্থকতা প্রমাণ করছে। প্রত্যাশিত মাত্রার চেয়ে আমাদের সাফল্য ভালো। রাজ্যে এই রোগ নির্মূল করার জন্য আগামী দিনে হোপাটাইটিস বি প্রতিরোধ কর্মসূচি আরও নিবিড়ভাবে পালন করা হবে।
  • Link to this news (বর্তমান)