• দুর্গা প্রতিমা ও মণ্ডপ ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনায় রিপোর্ট তলব
    বর্তমান | ৩০ অক্টোবর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের বিভিন্ন জেলায় দুর্গা প্রতিমা ও মণ্ডপ ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনায় এবার রাজ্য পুলিসের ডিজির কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। ঘটনাকে কেন্দ্র করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন দুর্গা বাহিনী নামে একটি সংগঠনের নেত্রী রিতু সিং। মঙ্গলবার বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যর পূজাবকাশকালীন ডিভিশন বেঞ্চে মামলার শুনানির হয়। সবপক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি নির্দেশে জানিয়েছেন, যে সব জেলার এই ধরনের ঘটনা ঘটেছে, সংশ্লিষ্ট জেলার পুলিস সুপাররা এব্যাপারে ডিজির কাছে রিপোর্ট জমা দেবে। অভিযোগের ভিত্তিতে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা রিপোর্টে উল্লেখ করতে হবে। যদিও রাজ্যের তরফে দাবি করা হয়েছে, অভিযোগের ভিত্তিতে পুলিস ঘটনার তদন্ত করছে। পুলিস তৎপর ভাবে সবকিছু নিয়ন্ত্রণের চেষ্টা করেছে। অভিযুক্তদের গ্রেপ্তারও করা হয়েছে। পুলিসকে আরও সময় দেওয়া হোক। যদিও বেঞ্চ জানিয়েছে, পুলিস সুপারদের কাছ থেকে পাওয়া রিপোর্ট সম্মিলিত আকারে আদালতে জমা দেবেন ডিজি। নিয়মিত বেঞ্চে মামলার শুনানি হবে।
  • Link to this news (বর্তমান)