• রেশন দুর্নীতি: ইডির নজরে ৮টি মোবাইল
    বর্তমান | ৩০ অক্টোবর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রেশন দুর্নীতি মামলায় ইডির নজরে আটটি মোবাইল ফোন। গত সপ্তাহে রেশন ডিলার ও ডিস্ট্রিবিউটর মিলিয়ে মোট আটজনের বাড়িতে এজেন্সি তল্লাশি করে। মোবাইগুলি উদ্ধার হয় সেখান থেকেই। এর সূত্র ধরে তদন্তকারীরা জানতে চাইছেন, কাদের সঙ্গে তাঁদের নিয়মিত ফোন ও হোয়াটসঅ্যাপ মেসেজে কথা হয়েছিল। এই ফোনের তথ্য জানতে তদন্তকারী অফিসাররা টেকনিক্যাল বিশেষজ্ঞদের সাহায্য নিচ্ছেন। রেশন দুর্নীতির তদন্তে নেমে অফিসাররা জানতে পারছেন, ওই আটজনের কাছে সরকারি খাতায়-কলমে যে পরিমাণ চাল ও আটা আসার কথা বলা হয়েছে, তা আসেনি। আর যেটুকু পৌঁছেছে তা চলে গিয়েছে খোলা বাজারে। ফলে সাধারণ মানুষ বিনামূল্যে চাল ও আটা পাননি। তদন্তে উঠে এসেছে, তাঁদের সঙ্গে বাকিবুর রহমানের যোগাযোগ ছিল। বরাদ্দমতো চাল বা আটা না পৌঁছলেও কমিশন পেয়ে গিয়েছেন তাঁরা! এই নিয়ে তাঁদের সঙ্গে বাকিবুরসহ অন্যদের কী কথাবার্তা হতো, তা মোবাইল পরীক্ষা করে জানার চেষ্টা করছেন ইডি আধিকারিকরা।
  • Link to this news (বর্তমান)