সংবাদদাতা, উলুবেড়িয়া: মাসখানেক আগে ডিভিসির ছাড়া জলে প্লাবিত হয়েছিল হাওড়া জেলার আমতা ও উদয়নারায়ণপুরের বিস্তীর্ণ অংশ। সেই সময় বানভাসি এলাকার দুর্গত মানুষদের সাহায্যার্থে অনেক নৌকার ব্যবস্থা করেছিল প্রশাসন। ফুলেশ্বরের জগন্নাথপুর থেকে প্রায় ৫০টি নৌকা ভাড়া করে বানভাসি অঞ্চলে নিয়ে যায় প্রশাসন। এখন সেই নৌকা ফেরত এলেও বিপাকে পড়েছেন মালিকরা। কারণ, উলুবেড়িয়া থেকে লরিতে করে আমতা ও উদয়নারায়ণপুরে নৌকাগুলি নিয়ে যাওয়া ও ফেরত আনার সময় অল্পবিস্তর ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু নৌকা সামান্য মেরামতির পর ফের জলে নামানো গেলেও ক্ষয়ক্ষতি তুলনামূলক বেশি হওয়া নৌকাগুলি এখনও ফেলে রাখতে হয়েছে। রতিকান্ত পাখিরা নামে এক নৌকা মালিক বলেন, ‘বন্যার সময় প্রশাসন আমার তিনটি মাছ ধরার নৌকা উদয়নারায়ণপুরে নিয়ে গিয়েছিল। বন্যার জল নামতেই নৌকা ফিরে এসেছে। কিন্তু দু’টি নৌকাই এতটা ক্ষতিগ্রস্ত হয়েছে যে জলে নামাতে পারিনি। খালপাড়ে সেই নৌকা পড়ে আছে।’ তিনি আরও জানান, লরিতে নৌকা তোলা বা নামানোর সময় ধাক্কায় এই সমস্যা হয়েছে। দু’টি নৌকা মেরামত করার বিপুল খরচ তাঁর কাছে নেই। তিনি বলেন, ‘নৌকার ভাড়া বাবদ যে টাকা পাওয়া যাবে, সেটাই খরচ হয়ে যাবে এগুলি সারাতে।’ বিষয়টি প্রশাসন বিবেচনা করুক—দাবি রতিকান্তবাবু সহ একাধিক নৌকা মালিকের।