• কালীপুজোর ভিড় সামলাতে নানান উদ্যোগ নৈহাটি স্টেশনে
    বর্তমান | ৩০ অক্টোবর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: কালীপুজোর ভিড়ের কথা ভেবে এক নম্বর প্লাটফর্ম থেকে চারদিন নৈহাটি লোকাল না ছাড়ার জন্য আবেদন রেলকে। বারাকপুর পুলিস কমিশনারেটের পক্ষ থেকে এই অনুরোধ করা হয়েছে। একের বদলে ৫ এবং ৬ নম্বর প্ল্যাটফর্ম থেকে নৈহাটি লোকাল ছাড়ার জন্য অনুরোধ করেছে পুলিস।

    বরাবর এক নম্বর প্লাটফর্ম থেকেই নৈহাটি লোকাল ছাড়ে। কিন্তু গত বছর কালীপুজোর সময়ে এত ভিড় হয়েছিল যে, উত্তর দিকের ফুটওভার ব্রিজ রীতিমতো কাঁপছিল। সেটি ভেঙে পড়ার উপক্রম হয়। এক নম্বর প্লাটফর্মে মানুষ থিক থিক করছিল। এর ফলে নৈহাটি লোকাল ছাড়তেও অসুবিধা হয়। তাই এবার নৈহাটি স্টেশনে প্লাটফর্মে ওঠানামার ক্ষেত্রে কিছু নিষেধাজ্ঞা জারি করেছে রেল পুলিস। নৈহাটির আইসি জিআরপি ইন্দ্রজিৎ ভকত জানিয়েছেন, কালীপুজোর ভিড়ের কথা চিন্তা করে পুরসভার উল্টোদিকে ফুটওভার ব্রিজ দিয়ে বেরনোর পথ করা হয়েছে। ওই গেট দিয়ে কেউ প্ল্যাটফর্মে প্রবেশ করতে পারবেন না। প্ল্যাটফর্মে প্রবেশ করতে হবে টিকিট কাউন্টার এবং দক্ষিণ দিকের আন্ডারপাস দিয়ে। এছাড়া স্টেশনের সামনে আর বি সি রোডে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। যান চলাচল বন্ধ হচ্ছে অরবিন্দ রোডেও। পাশাপাশি জওয়ানের সংখ্যাও বৃদ্ধি করা হচ্ছে জিআরপি এবং আরপিএফ বাহিনীর।
  • Link to this news (বর্তমান)