• মহাকাল মন্দির, কৈলাসে মহাদেব থেকে কালীর হাতে ফাঁসির দড়ি, দক্ষিণ দমদমে থিমের লড়াই জমজমাট
    বর্তমান | ৩০ অক্টোবর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, বরানগর: কোথাও তুষার শুভ্র কৈলাসে বসে মহাদেব। কোথাও উত্তরাখণ্ডের মহাকাল মন্দির। চমক দিচ্ছে ফেরিওয়ালার ইতিকথা। কোনও জায়গায় নারী নির্যাতন বিরোধী বার্তা নিয়ে হাজির শ্যামা স্বয়ং। বিশ্ব শান্তির বার্তার পাশাপাশি ১২হাতের বিশাল কালীমূর্তির পুজো। এছাড়া আরও অনেক পুজো ঘিরে জমজমাট দক্ষিণ দমদমের কালীপুজো। মণ্ডপ ও প্রতিমার মতোই অভিনব আলো নজর কাড়ছে দর্শনার্থীদের।

    আমরা মিলেছি ক্লাবের শ্যামাপুজো ৮০ বছরে পা দিয়েছে। সেখানে ৪৩ ফুটের মহাদেবের মূর্তি। তুষার শুভ্র কৈলাস পাহাড় বানিয়ে মানুষকে চমকে দিয়েছেন পুজো উদ্যোক্তারা। পাহাড়ি গুহার মধ্যে বিরাজ করছে ডাকাত কালী। গুহার অন্দরে শিহরণ জাগাচ্ছে বিশালাকার কঙ্কালের মাথা। কালীমূর্তির সামনে হবে যজ্ঞ। ছাইভস্ম মাখা ক্লান্ত, শীর্ণ যুধিষ্ঠির কালীর আরাধনায় রত। ক্লাবের সম্পাদক দেবাশিস বন্দ্যোপাধ্যায় বলেন, ‘রহস্যাবৃত কৈলাস পর্বতের শিখরে আজও কোনও পর্বাতোরোহী আরোহণ করতে পারেনি। সেই পর্বতের পাশাপাশি দেবাদিদেব মহাদেবও থাকবেন। আলোর ছটায় মুগ্ধ হবেন দর্শনার্থীরা।’ 

    মিত্র সঙ্ঘ শীল বাগানের শ্যামাপুজো এবার ৭৬ বছরে পা দিয়েছে। বিশাল পুকুরের মাঝে তৈরি হয়েছে কৃত্রিম একটি ব্রিজ। চন্দননগরের বাহারি আলোকসজ্জায় সেজেছে পুকুর সহ আশপাশ এলাকা। ব্রিজ দিয়ে হেঁটে পৌঁছতে হবে মহাকালের মন্দিরে। হিমাচল প্রদেশের বিশালাকার মহাকাল মণ্ডপের ছত্রে ছত্রে ফুটে উঠেছে শিল্পকলা। এখানেও কালী এসেছেন শিবের সঙ্গে। পুজো কমিটির সম্পাদক তারক ভট্টাচার্য বলেন, ‘মহাকাল মন্দিরের অনুপম সৌন্দর্য ও আলোর ছটায় দর্শনার্থীরা মোহিত হবেন।’

    জপুর জয়শ্রীর পুজো এবার ৫৬বছরে পা দিয়েছে। নারী নির্যাতন বিরোধী বার্তা ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপের প্রতি ছত্রে। অসংখ্য মুখোশ দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। ফুটিয়ে তোলা হয়েছে নারী নির্যাতনের চিত্র। থিমের সঙ্গে সাযুজ্য রেখে কালীর এক হাতে প্রদীপ, অন্য হাতে ফাঁসির দড়ি। পুজো কমিটির সভাপতি সঞ্জয় দাস বলেন, ‘অনিচ্ছা সত্ত্বেও জোর করে কিছু চাপিয়ে দেওয়ার অর্থ, আধিপত্য বোধ। ওই বোধ থেকেই আসে নারী নির্যাতনের মানসিকতা। এই ভাবনাই মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে। কালীর হাতে থাকা প্রদীপ মানুষের জ্ঞানচক্ষু উন্মেষের চেষ্টা করছে। পাশবিক প্রবৃত্তির মানুষকে চরম শাস্তি দিতে ফাঁসির দড়ি হাতে রেখেছেন মা।’ 

    ১৪ নম্বর ওয়ার্ড কমিটি শ্যামাপুজোর এবারের থিম, শান্তি রূপেণ। যুদ্ধবিদ্ধস্ত বিশ্বে শান্তির বার্তা দিতে অভিনব ভাবনা ভেবেছে পুজো কমিটি। সীমানা ভুলে সারা বিশ্ব মেতে উঠেছে আনন্দে। সৈনিকরা অস্ত্র ফেলে খুশিতে মজেছেন। কালী আসছেন শান্তির বার্তা নিয়ে। পুজো কমিটির মুখ্য সংগঠক সুকান্ত সেনশর্মা বলেন, ‘কাল্পনিক এক সমাজের কথা মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে। যেখানে সারা বিশ্ব এক পরিবার। বছরভর একটাই ঋতু আনন্দ উৎসব। খুশির জোয়ারে ভেসে গিয়েছে সমস্ত দুঃখ, বেদনা।’

    বেদিয়াপাড়া বন্ধু মহল ক্লাবের পুজো এবার ৫৯ বছরে পা দিয়েছে। তাদের থিম ফেরিকথা। পুতুল নেবে গো-পুতুল-স্মৃতির ফ্ল্যাশব্যাকে ফিরে গিয়ে সাইকেল ও মাথার ঝাঁকি ভর্তি ফেরিওয়ালাদের হাঁকডাকের চিত্র ফুটে উঠেছে মণ্ডপে। কালী আসছেন সাবেকি সাজে। পুজো কমিটির প্রধান উপদেষ্টা মৃন্ময় দাস বলেন, ‘হারিয়ে যাওয়া সব স্মৃতি মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে।’ 

    আরএন গুহ রোডের বড়কালী পুজোকে ঘিরেও স্থানীয় মানুষের আবেগ চোখে পড়ার মতো। ৭৫ বছরে পা দেওয়া এই পুজোর স্থায়ী মণ্ডপ রয়েছে। প্রতিমার উচ্চতা এখানে বড় আকর্ষণ। এবারও প্রায় ১২ হাত উচ্চতার কালীকে ঘিরে উন্মাদনা রয়েছে।
  • Link to this news (বর্তমান)