• ঝকঝকে রোদ, কোথাও দু’-এক পশলা বৃষ্টি, কালীপুজোর সপ্তাহে কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?
    আনন্দবাজার | ৩০ অক্টোবর ২০২৪
  • ‘ডেনা’র প্রভাব কেটে যাওয়ার পর শনিবার থেকেই স্বাভাবিক হয়েছে আবহাওয়া। শনির সকাল থেকেই ঝকঝকে রোদ উঠেছে দক্ষিণের সব জেলায়। হাওয়া অফিসও জানিয়ে দিয়েছে, আপাতত রাজ্যের কোনও জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বিক্ষিপ্ত ভাবে দু’-এক পশলা হালকা বৃষ্টি হতে পারে। আলিপুর আরও জানিয়েছে, সপ্তাহভর এমনই থাকবে আকাশ। তবে কালীপুজো কিংবা দীপাবলির সময় রাজ্যের কোনও কোনও অংশে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    আবহাওয়া দফতরের পূর্বাভাস, এই ক’দিন দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলা শুষ্ক থাকবে। বুধবার, অর্থাৎ ভূত চতুর্দশীর দিন উত্তর ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার দু’-এক জায়গায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্য দিকে, উত্তরবঙ্গের আট জেলাতেই সপ্তাহভর হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোনও কোনও জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টিপাতও হতে পারে। বৃহস্পতিবার, অর্থাৎ কালীপুজোর দিন কলকাতা-সহ দক্ষিণের বেশ কিছু জেলাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টি হতে পারে। শুক্রবার দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার পর থেকে আগামী সোমবার পর্যন্ত দক্ষিণের জেলাগুলিতে আর বৃষ্টির সম্ভাবনা নেই।

    বুধবার সকাল থেকে আংশিক মেঘলা রয়েছে কলকাতার আকাশ। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩.৬ ডিগ্রি বেশি।

  • Link to this news (আনন্দবাজার)