• সমস্যা মেটাতে দমদমের রাস্তা থেকে সরে গেল পুজো মণ্ডপ
    আনন্দবাজার | ৩০ অক্টোবর ২০২৪
  • শহর ও শহরতলিতে রাস্তা আটকে পুজোর সমস্যা দীর্ঘ দিনের। যার জেরে অনেক সময়েই যান চলাচলে সমস্যা হয়। অথচ, বিকল্প জায়গার অভাবে পুজোর স্থান পরিবর্তন করা যাচ্ছে না, এমন পাল্টা যুক্তিই উঠে আসে আয়োজকদের তরফে। তবে, এ বার এর উল্টো পথে হেঁটে দেখালেন দক্ষিণ দমদমের একটি কালীপুজোর উদ্যোক্তারা। দমদম রোডের উপরে রাস্তা জুড়ে হওয়া ওই কালীপুজো সরিয়ে ওয়ার্ডের ভিতরে নিয়ে গেলেন তাঁরা।

    দমদম স্টেশন রোড থেকে বাগজোলা খাল পর্যন্ত অংশে রাস্তার একাংশে ও সার্ভিস রোডে তিনটি বড় কালীপুজো হয়। তার মধ্যে একটি পুজোর এ বছর স্থান পরিবর্তন হলেও বাকি দু’টি অবশ্য হচ্ছে সেই একই জায়গায়। সেই পুজোগুলির আয়োজকদের একাংশের যুক্তি, বিকল্প জায়গার অভাব রয়েছে। পাশাপাশি, দীর্ঘ কয়েক দশক ধরে একই জায়গায় পুজো চলছে। তাই ‘স্থান-মাহাত্ম্যের’ কারণে অনেকেই এই পরিবর্তনের পক্ষে নন। তবু চেষ্টা চলছে।

    দমদম রোডে বাগজোলা খাল পর্যন্ত ওই অংশে তিনটি কালীপুজোর জেরে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করতে হিমশিম খায় পুলিশ। পুজো কমিটিগুলির স্বেচ্ছাসেবকেরাও ট্র্যাফিক নিয়ন্ত্রণে হাত লাগান। যদিও তাতে সমস্যা কমে না। সেই জটিলতা কিছুটা কমাতেই এ বার একটি পুজোকে ওয়ার্ডের ভিতরে সরানো হয়েছে। সেখানে আরও দু’টি ক্লাব এই পুজোর সঙ্গে একত্রিত হয়েছে। এই পুজোর মূল উদ্যোক্তা, দক্ষিণ দমদমের ১৫ নম্বর ওয়ার্ডের পুরপ্রতিনিধি দেবাশিস বন্দ্যোপাধ্যায় জানান, বাসিন্দাদের সঙ্গে কথা বলে, তাঁদের বুঝিয়েই পুজো সরানো সম্ভব হয়েছে। তাঁর কথায়, ‘‘সমস্যা সম্পর্কে উদ্যোক্তারা ওয়াকিবহাল। সকলেই চেষ্টা করছেন। তবে সমস্যার সমাধান এক দিনে সম্ভব হয়নি। তার জন্য অনেক সময় লেগেছে।’’

    যদিও দমদম রোডের বাকি দু’টি পুজোর একটির অন্যতম উদ্যোক্তা, তৃণমূল নেতা প্রবীর পাল জানান, বিকল্প জায়গার সন্ধান মিললে তাঁরাও এই পথে হাঁটবেন। যদিও দীর্ঘদিন ধরে একই জায়গায় পুজো হয়ে আসায় এর স্থান-মাহাত্ম্য গুরুত্বপূর্ণ। তবে যান চলাচল নিয়ন্ত্রণ করতে তাঁরা পুলিশ-প্রশাসনকে সহযোগিতা করবেন। সার্ভিস রোডের উপরে আর একটি পুজোর উদ্যোক্তা, দক্ষিণ দমদম পুরসভার চেয়ারম্যান পারিষদ সঞ্জয় দাস জানান, পুজোটি সার্ভিস রোডে হওয়ায় মূল রাস্তার উপরে যান চলাচলে তেমন সমস্যা হবে না বলেই তাঁদের মনে হয়। তবে, বিকল্প জায়গা না থাকায় ইচ্ছে থাকলেও কালীপুজো অন্যত্র সরানোর মতো পরিস্থিতি তাঁদের নেই।

  • Link to this news (আনন্দবাজার)